IPL 2023: RCB Give Target Of 200 Runs Against MI In Match 54 At Wankhede Stadium


মুম্বই: জেসন বেরেনডর্ফের (Jason Behrendorff) আগুনে বোলিং সত্ত্বেও গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং ফাফ ডুপ্লেসির (Faf du Plessis) দুরন্ত শতরানের পার্টনারশিপে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ছয় উইকেটে ১৯৯ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ ও ম্যাক্স উভয়েই অর্ধশতরানের ইনিংস খেলেন। বেরেনডর্ফ বল হাতে তিন উইকেট নেন।

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে মুম্বইয়ের হয়ে শুরুটা কার্যত স্বপ্নের মতো করেন বেরেনডর্ফ। প্রথম ওভারেই গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে মাত্র ১ রানে সাজঘরে ফেরান অজি তারকা বোলার। তিন নম্বরে ব্যাট করতে নামা অনুজ রাওয়াতও ৬ রানের বেশি করতে পারেননি। তাঁর উইকেটও বেরেনডর্ফই নেন। শুরুতেই মাত্র ১৬ রানে দুই উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় আরসিবি।

তবে পরপর ধাক্কায় দমে যাওয়ার বদলে পাল্টা আক্রমণ শুরু করে আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল শুরু থেকেই দুরন্ত ছন্দে ব্যাট করেন। পাওয়ার প্লেতেই ৫৬ রান তুলে ফেলে আরসিবি। পাওয়ার প্লে শেষ হলেও, অবশ্য আরসিবির আক্রমণ থামেনি। ম্যাক্সওয়েলকে যোগ্য সঙ্গ দেন আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক, আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ডু্প্লেসি ও ম্যাক্সওয়েলের দাপটে তড়তড়িয়ে এগোয় আরসিবির ইনিংস। মাত্র ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ম্যাক্সওয়েল। মাত্র ৯.৩ ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলে আরসিবি।

ডুপ্লেসি ও ম্যাক্সওয়েল মিলে তৃতীয় উইকেটে আরসিবির হয়ে শতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন। তবে এই দুই তারকা যখন আরসিবিকে বিরাট বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই বল হাতে আবারও মুম্বইয়ের ত্রাতা হয়ে উঠেন বেরেনডর্ফ। তিনিই ম্যাক্সওয়েলকে ৬৮ রানে ফেরান। গত ম্যাচে আরসিবির হয়ে অর্ধশতরান করা মোহিপাল লোমরোর অবশ্য এদিন ব্যাট হাতে রান পাননি। তিনি কুমার কার্তিকেয়ার বলে ১ রানেই ফে

রেন। ফাফও ৬৫ রানে ফেরেন।

দুরন্ত তৃতীয় উইকেটের পার্টনারশিপের পর ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফের একবার চাপে পড়ে যায় আরসিবি। শেষের দিকে দীনেশ কার্তিক ১৮ বলে ৩০ রানের একটি ইনিংস খেলেন বটে, তবে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে নামা কেদার যাদব রানের গতি বাড়াতে পারেননি। তিনি ১০ বলে মাত্র ১২ রান করেন। হাসারাঙ্গা ১২ রানে অপরাজিত থাকেন। মুম্বইয়ের নিয়ন্ত্রিত ডেথ বোলিংয়ে শেষ ৩৪ বলে মাত্র ৪৯ রানই তুলতে পারে আরসিবি। এই রান জয়ের জন্য যথেষ্ট কি না, তা সময়ই বলবে।

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?