Asia Cup 2023 Likely To Be Moved Out Of Pakistan To Sri Lanka Check Details


মুম্বই: পাকিস্তান (Pakistan) থেকে সরতে পারে এশিয়া কাপ (Asia Cup 2023)। এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও সূত্রের খবর, শ্রীলঙ্কার মাটিতে হতে পারে আসন্ন এশিয়া কাপ। ভারত পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয়। তার জন্যই এশিয়া ক্রিকেট কাউন্সিলের বৈঠকেই আভাস পাওয়া গিয়েছিল পাকিস্তানের মাটি থেকে সরতে পারে এশিয়া কাপ। এখনও পর্যন্ত সিলমোহর না পড়লেও মোটামুটি এটুকুই নিশ্চিত যে, শ্রীলঙ্কাতেই হয়ত হতে চলেছে এশিয়া কাপ। এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আবার এই টুর্নামেন্ট বয়কটের ডাক দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, মঙ্গলবার দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) কর্তাদের সঙ্গে বৈঠক করেন পাক বোর্ড চেয়ারম্যান নাজাম শেঠি। সেই বৈঠকেই তিনি শ্রীলঙ্কায় টুর্নামেন্ট সরানোর পদক্ষেপের বিরোধীতা করেন। পাক বোর্ডের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল যে সব ম্যাচ পাকিস্তানের মাটিতে হলেও ভারতের ম্য়াচগুলো নিরপেক্ষ ভেনুতে আয়োজন করা হতে পারে। আমিরশাহির প্রস্তাব দেওয়া হয়েছিল। বিসিসিআই-এর তরফে জানানো হয়, সেপ্টেম্বরে আমিরশাহীর গরমে খেলা অসম্ভব। যার পালটা দিয়ে পিসিবি চেয়ারম্যান দাবি করেন, ২০২০ সালে সেপ্টেম্বরে আইপিএল আয়োজিত হয়েছিল আমিরশাহীতেই। তাই সেক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ফলে কোনওভাবেই কাটছে না জটিলতা।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে?

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পঞ্চাশ ওভারে বিশ্বকাপ (World Cup 2023)। ভারতের মাটিতে এবার বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর দেশের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে হয়ত অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। আপাতত যা খবর, তাতে আগামী ১৫ অক্টোবর, রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে 

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সম্ভবত মুখোমুখি হতে চলেছে ইংল্য়ান্ড ও নিউজিল্য়ান্ড। ২০১৯ বিশ্বকাপের ২ ফাইনালিস্ট। সেবার সুপার ওভারে কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অইন মর্গ্যানের দল। অন্যদিকে ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ফাইনাল ম্যাচ।

বিসিসিআইয়ের তরফে দ্রুত চেষ্টা করা হচ্ছে যাতে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়। আইপিএলের মাঝেই হয়ত পুরো সূচি ঘোষণা হয়ে যাবে। আসন্ন বিশ্বকাপ এবার মোট ১২টি ভেনুতে আয়োজিত হতে চলেছে। তার মধ্যে রয়েছে আমদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, ইন্দোর, গুয়াহাটি, রাজকোট, রায়পুর, মুম্বই। যদিও মোহালি ও নাগপুর এই তালিকা থেকে বাদ পড়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হয়ত টুর্নামেন্টের সেমিফাইনাল আয়োজিত হতে পারে। টু্র্নামেন্টে পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে সম্ভবত আমদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে।