IPL 2023: KKR Finisher Rinku Singh Reveals How He Manages His Nerve In Tensed Situation


সন্দীপ সরকার, কলকাতা: তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুশকিল আসান।

শেষ ওভারে ২৯ প্রয়োজন? পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে জেতাবেন তিনি। শেষ বলে ২ চাই? বাউন্ডারি মেরে দলকে ২ পয়েন্ট দেবেন তিনি। বোলার অনভিজ্ঞ যশ দয়াল হোক বা ডেথ ওভার বিশেষজ্ঞ অর্শদীপ সিংহ, রিঙ্কু সিংহ (Rinku Singh) ক্রিজে থাকা মানেই মুমকিন হ্যায়।

পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে শেষ বলের থ্রিলারের রেশ এখনও লেগে রয়েছে নাইট ভক্তদের মনে। চাপের মুখে এরকম বরফশীতল থাকেন কীভাবে? বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (KKR vs RR)। তার আগের দিন সাংবাদিক বৈঠকে রিঙ্কুর কাছে জানতে চেয়েছিল এবিপি লাইভ। কেকেআরের সেরা ফিনিশার বললেন, ‘আমি যে জায়গায় ব্যাট করি সেখানে শান্ত থাকতেই হয়। বেশি চিন্তাভাবনা করলে শট খেলতে সমস্যা হতে পারে। আমি নিজের দক্ষতায় আস্থা রাখি। জানি যত শান্ত থাকতে পারব, তত ভাল খেলব।’

ফিনিশার হিসাবে কি কাউকে আদর্শ মানেন? মহেন্দ্র সিংহ ধোনির মতো কাউকে? রিঙ্কুর সরল জবাব, ‘কাউকে অনুসরণ করি না। ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশের হয়েও পাঁচ, ছয় বা সাত নম্বরে নামি। সড়গড় হয়ে গিয়েছি। আর আমি ধোনি না, সুরেশ রায়নার ভক্ত।’ ইডেনে চেন্নাই সুপার কিংস ম্যাচের পর ধোনির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন রিঙ্কু। কী কথা হয়েছিল? রিঙ্কু বলছেন, ‘ধোনি ভাই বিশ্বের সেরা ফিনিশার। জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া ম্যাচ ফিনিশ করার জন্য আর কী করা যায়? তাতে বলেছিল, তুই কিছু করিস না। বল যা করার করুক। তুই নিজের জায়গায় দাঁড়িয়ে থাক। বেশি ভাবিস না। বোলার যেমন বল করছে সেই অনুযায়ী খেল।’ রিঙ্কু যোগ করলেন, ‘আমি স্বাভাবিক শটই খেলি। বেশি কিছু করতে গেলে কঠিন হবে। আইপিএলের আগে মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্র্যাক্টিস করে সমস্ত শ

আরও নিখুঁত করে তুলেছি।’

কেকেআরের বাকি তিন ম্যাচ। তিন ম্যাচ জিতলেই প্লে অফের টিকিট কনফার্ম হয়ে যাবে। ড্রেসিংরুমে কী আলোচনা হচ্ছে? রিঙ্কু বলছেন, ‘প্লে অফে ওঠা নিয়ে দলের মধ্যে বেশি কথা হচ্ছে না। তিনটি ম্যাচ জিতলে যাব। একটা একটা ম্য়াচ ধরে এগচ্ছি।’

বাকি তিন ম্যাচের মধ্যে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবে কেকেআর। রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ধোনিদের ডেরায়। চেন্নাইয়ে। শেষ ম্যাচ ফের ঘরের মাঠে। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। লাস্ট ল্যাপে রিঙ্কুর ব্যাটে স্ফূলিঙ্গের অপেক্ষায় নাইট ভক্তরা।

আরও পড়ুন: ABP Exclusive: রিঙ্কু ভাই যে কোনও জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বলছেন কেকেআরের নতুন অস্ত্র