TMC-কে মাসে দিয়েছে ২৫ – ৩০ কোটি, ডিয়ার লটারির টাকায় অভিষেকের নব জোয়ার: শুভেন্দু

তৃণমূলের নব জোয়ার কর্মসূচির খরচ দিচ্ছে ডিয়ার লটারি। বুধবার সন্ধ্যায় হুগলির কোন্নগরে এক জনসভায় এই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, তাঁর কাছে কাগজ এসে গেছে। একই সঙ্গে বলেন, দায়িত্ব নিয়ে একথা বলছি আমি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এই যে নব জোয়ার, চলো এবার তিহাড়। এই যে চলছে, এর টাকা কে দিচ্ছে জানেন? এর টাকা হল ডিয়ার লটারি। আয়কর রিটার্নে সম্প্রতি ডিয়ার লটারি উল্লেখ করেছে প্রতি মাসে তৃণমূল কংগ্রেসকে তারা ২৫ – ৩০ কোটি টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইলেক্টোরাল বন্ডে জমা দিয়েছে। নথি আমি পেয়ে গেছি। সাবধান ডিয়ার লটারি, সাবধান পশ্চিমবঙ্গের জনগণ, সাবধান তৃণমূল। বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা। এই ব্যবসা আমরা বন্ধ করবই’।

বলে রাখি, তৃণমূলের নব জোয়ার নামে গোটা বাংলায় রথযাত্রা করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় গিয়ে সভা ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। সঙ্গে ব্যালট ছাপিয়ে চলছে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ। তবে প্রায় সব জায়গাতেই তৃণমূলের এই ভোভুটি ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মঙ্গলবার বীরভূমের মুরারইতে ব্যালট লুঠ হয়ে যায়। সঙ্গে শুরু থেকেই এই কর্মসূচির খরচ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি, কর্পোরেট ধাঁচে আয়োজিত এই কর্মসূচিতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। অভিষেকের রাত্রিবাসের জন্য ব্যবস্থা হয়েছে বিলাসবহুল ক্যারাভ্যানের। সঙ্গে ভোটগ্রহণের জন্য বাঁধা হচ্ছে বহুমূল্য তাঁবু। সেই টাকা কোথা থেকে আসছে সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।