World Cup 2023 India First Match Likely To Be Against Australia In Chepauk Stadium Chennai IND Vs AUS WC 2023


মুম্বই: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পঞ্চাশ ওভারে বিশ্বকাপ (World Cup 2023)। ভারতের মাটিতে এবার বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর দেশের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে হয়ত অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। আপাতত যা খবর, তাতে আগামী ১৫ অক্টোবর, রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। 

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সম্ভবত মুখোমুখি হতে চলেছে ইংল্য়ান্ড ও নিউজিল্য়ান্ড। ২০১৯ বিশ্বকাপের ২ ফাইনালিস্ট। সেবার সুপার ওভারে কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অইন মর্গ্যানের দল। অন্যদিকে ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ফাইনাল ম্যাচ।

বিসিসিআইয়ের তরফে দ্রুত চেষ্টা করা হচ্ছে যাতে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়। আইপিএলের মাঝেই হয়ত পুরো সূচি ঘোষণা হয়ে যাবে। আসন্ন বিশ্বকাপ এবার মোট ১২টি ভেনুতে আয়োজিত হতে চলেছে। তার মধ্যে রয়েছে আমদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, ইন্দোর, গুয়াহাটি, রাজকোট, রায়পুর, মুম্বই। যদিও মোহালি ও নাগপুর এই তালিকা থেকে বাদ পড়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হয়ত টুর্নামেন্টের সেমিফাইনাল আয়োজিত হতে পারে। টু্র্নামেন্টে পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে সম্ভবত আমদাবাদ, হায়দরাবাদ, চেন্

াই ও বেঙ্গালুরুতে।