চালকলের অ্যাকাউন্ট খুলে দিন, ভার্চুয়াল শুনানিতে আদালতে আবেদন অনুব্রতর

চালকলের শ্রমিকরা বেতন পাচ্ছেন না। ফলে কাজে যোগ দিচ্ছেন না তাঁরা। যার জেরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে বহু সামগ্রী, একথা জানিয়ে আদালতের কাছে ভোলে ব্যোম রাইস মিলের ২টি অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানালেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার আসানসোল আদালতে শুনানি চলাকালীন এই আবেদন করলেন অনুব্রত মণ্ডল।

বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানিতে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে অনুব্রত বলেন, ‘স্যার, চালকলের অ্যাকাউন্টটা খুলে দিন।’ বিচারক তাঁকে প্রশ্ন করেন, ‘কোন চালকলের কথা বলছেন।’ অনুব্রত বলেন, ‘ভোলে ব্যোম রাইস মিল। ওখানে প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। তাঁরা বেতন পাচ্ছেন না। জিনিসপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছে’।

বিচারক অনুব্রতকে বলেন, ‘এভাবে তো আবেদন করা যায় না। আপনি আইনজীবীর মাধ্যমে সব বক্তব্য জানিয়ে আবেদন করুন। আদালত আপনার আবেদন বিবেচনা করবে। সিবিআইয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে।’

এদিন আদালতে অনুব্রত জানান, তাঁর শরীর ভালো নেই। ডাক্তার দেখছেন। কিন্তু বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে তাঁর। এমনকী হাসপাতালের মেডিক্যাল ওয়ার্ডে তাঁর দিন কাটছে বলেও জানান কেষ্ট। সেকথা শুনে বিচারক বলেন, আপনার চিকিৎসার ব্যবস্থা হয় সেকথা জানিয়ে তিহাড় জেলের সুপারকে চিঠি লিখব।