Abhishek Banerjee: অভিষেক বলছেন নির্দল দাঁড়ালে দলের দরজা বন্ধ, তখন তাঁরই মঞ্চে বসে নির্দল প্রার্থী

পুরভোটে টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে লড়েছেন তাদের দলে ফেরায়নি তৃণমূল। তেমন পঞ্চায়েত ভোটেও কেউ নির্দল প্রার্থী হলে তার দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। তৃণমূলের নব জোয়ারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসব ডায়লগ দিচ্ছেন তখন তাঁরই মঞ্চে বসে রয়েছেন পুরভোটে জেতা নির্দল প্রার্থী। আর ঘটনা প্রকাশ্যে আসতেই মুর্শিদাবাদে তৃণমূলের অন্দরে শোরগোল তৈরি হয়েছে। অন্য তৃণমূল কর্মীরাও প্রশ্ন তুলেছেন, তবে কি অভিষেকের বক্তব্য কি শুধু কথার কথা।

মঙ্গলবার নব জোয়ার যাত্রা নিয়ে মুর্শিদাবাদের বড়ঞায় পৌঁছন অভিষেক। সেখানে এক সভায় বলেন, পুরভোটে টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে লড়েছেন তাদের দলে ফেরায়নি তৃণমূল। তেমন পঞ্চায়েত ভোটেও কেউ নির্দল প্রার্থী হলে তার দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। গত ১৪ মাসে নির্দল হয়ে জেতা একজনও দলে ফিরেছেন বলে দেখাতে পারবেন না। আর তিনি যখন এসব বলছেন তখন সেই মঞ্চেই বসে কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায়। ওদিকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ানোয় তাঁকে তৃণমূল বহিষ্কার করে। কাউন্সিলর হওয়ার পর দলে ফেরার চেষ্টা শুরু করেন তিনি। শেষে বিধায়ক অপূর্ব সরকারের হাত ধরে তিনি তৃণমূলে ফেরেন। বর্তমানে মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক নিযুক্ত হন। এখনও সেই পদে রয়েছেন তিনি। এমনকী অভিষেকের সভায় তাঁর গলায় ছিল কর্মসূচির ব্যাজ।

এহেন গুরুপ্রসাদ অভিষেকের মঞ্চে থাকায় নানা প্রশ্ন করতে শুরু করেছেন তৃণমূল কর্মীরাই। তাদের প্রশ্ন, অভিষেকের হুঁশিয়ারি কি তবে শুধু কথার কথা। প্রার্থীপদ ঘোষণার পর দলে অশান্তি হতে পারে জেনে হুঁশিয়ারি দিয়ে রাখছেন তিনি? নইলে গুরুপ্রসাদবাবু দলে ফিরলেন কী করে?

এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে জেলা তৃণমূল। বিষয়টি খতিয়ে দেখে জানাবেন বলে প্রতিক্রিয়া দিয়েছেন জেলা তৃণমূলের এক নেতা।