Malda: অভিষেকের নব জোয়ার মিটতেই মালদায় BJPতে যোগ দিলেন ১০০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ

নব জোয়ার কর্মসূচি সেরে অভিষেক জেলা ছাড়তেই মালদায় তৃণমূল ছাড়া হিড়িক পড়েছে। সেই ধারা জারি রইল বৃহস্পতিবারও। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন মানিকচকের প্রায় ১০০ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। তাদের দাবি, দুর্নীতিগ্রস্তরাই অভিষেকের মঞ্চে জায়গা পায়।

গত ৩ মে মানিকচকের এনায়েতপুর ময়দানে নব জোয়ার কর্মসূচি ও জন সংযোগ যাত্রায় যোগদান করেন অভিষেক। তার পর সপ্তাহ কাটতে না কাটতে মানিকচকের এনায়েতপুর অঞ্চল থেকে প্রায় চল্লিশটি মুসলিম পরিবারের আনুমানিক একশো জন পুরুষ মহিলা বিজেপিতে যোগদান করলেন। বিজেপির মানিকচক ব্লক কার্যালয়ে দলবদল করেন তাঁরা।

দলবদলকারীদের দাবি, এনায়েতপুরে অভিষেকের নব জোয়ার কর্মসূচিতে যোগদান করেছিলাম। সেখানে গিয়ে দেখি সব দুর্নীতিগ্রস্তরা অভিষেকের মঞ্চে। অভিষেকের মঞ্চে ছিলেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা সৌম্যদীপ সরকার। তৃণমূল কংগ্রেস দলটা আপদমস্তক দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। তাই আমরা দলবদলের সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে মালদা জেলা পরিষদের ২৯ নম্বর আসনে ব্যপক প্রভাব পড়বে। রাজ্যে সরকার পরিবর্তনের জন্যই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম।