মোখার প্রভাবে পার্বত্য এলাকার নদ-নদীর পানি বৃদ্ধির শঙ্কা

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রামসহ পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে এসব এলাকার নদীগুলোর পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে গঙ্গা ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদগুলোর পানি স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ও ৭২ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা ও পার্বত্য অববাহিকার স্থানগুলোতে এবং দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকার কিছু স্থানে মাঝারী থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার মুহুরী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালী, নাফ নদীর পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। সেইসঙ্গে কিছু অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আশঙ্কা প্রকাশ করেছে।