IPL 2023: Yashasvi Jaiswal Is Happy After Remaining Till The End To Secure Victory Vs KKR


কলকাতা: প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিপার এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর ও রাজস্থান রয়্যালস (KKR vs RR) একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে স্পিন সহায়ক পিচে সমর্থকরা আশায় ছিলেন কেকেআর স্পিনত্রয়ীর জাদু দেখবেন। কিন্তু বৃহস্পতিবারের ইডেন এক তরুণ প্রতিভার ব্যাট হাতে বিশ্ববন্দিত স্পিনারদের বিরুদ্ধে দাপটের সাক্ষী হয়ে থাকল। রাজস্থানের হয়ে নাইটদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। মাত্র ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেন যশস্বী।

মাত্র দুই রানের জন্য শতরান হাতছাড়া করার কোনও আক্ষেপ নেই যশস্বীর। বরং ২১ বছর বয়সি রাজস্থান ওপেনার ম্যাচের শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারায় বেশি সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি বরাবরই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ম্যাচ জিততে পেরে খুবই খুশি। (আজ) সবকিছু যে আমার মনের মতো হয়েছে, তেমনটা নয়। এক নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা, আমি কীভাবে প্রস্তুতি সারছি, নিজেকে কীভাবে তাঁতাচ্ছি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। যে শটটায় দলকে ম্যাচ জেতাই, সেটা আমার সবথেকে পছন্দের শট ছিল। কারণ আমি কীভাবে ম্যাচ শেষ করতে হবে, সেটা এখনও শিখছি।’

তিনি আরও যোগ করেন যে দলের নেট রান রেট বাড়ানোটাই তাঁর লক্ষ্য ছিল। ‘আমি কেবল দলের নেট রান রেট বাড়াতে আগ্রহী ছিলাম, শতরানের কথা তো ভাবিইনি। সঞ্জু ভাই (অধিনায়ক সঞ্জু স্যামসন) বলেছিলন চিন্তা না করে, নিজের খেলাটা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই টুর্নামেন্টে এত বড় বড় খেলোয়াড়দের সঙ্গে সাজঘর ভাগ করতে পারাটাই বড় ব্যাপার। আইপিএল তরুণ প্রতিভাদের জন্য দারুণ একটি টুর্নামেন্ট।’ মতামত যশস্ব

র।

ইতিহাস রচনা

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলে উঠলেন, ‘যুবরাজ সিংহ, আর ইউ ওয়াচিং?’ যুবরাজ, আপনি কি দেখছেন? ১১ বলে তখন ৪৫ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল। পরের বলে ছক্কা মারলেই ধরে ফেলবেন যুবরাজ সিংহকে (Yuvraj Singh)। ১২ বলে হাফসেঞ্চুরি ছিল যুবরাজের। স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কার সেই ঐতিহাসিক ম্যাচে। সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি।

পরের বলে ছয় মারতে পারেননি যশস্বী। বাউন্ডারি মারেন। পরের বলে সিঙ্গল নিয়ে হাফসেঞ্চরি পূর্ণ করলেন। ১৩ বলে ৫০। আইপিএলে রেকর্ড। যশস্বী ভেঙে দিলেন কে এল রাহুল ও প্যাট কামিন্সের রেকর্ড। দুজনরই ১৪ বলে হাফসেঞ্চুরি ছিল আইপিএলে। বৃহস্পতিবার থেকে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হয়ে গেলেন যশস্বীই

আরও পড়ুন: গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?