‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম সিটিতে ৯০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম নগরীতে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

নগরীর দামপাড়ায় চসিক বিদ্যুৎ উপ-বিভাগ ভবনের নিচ তলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ০১৮৯৪-৮৮৩০০২ এবং ০২-৪১৩৬০২৭১ নাম্বারে যে কোনও জরুরি সেবা পেতে যোগাযোগ করা যাবে।

শুক্রবার (১২ মে) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পর নাগরিকদের উদ্দেশে বার্তা দেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনও তথ্য জানতে বা সহায়তার জন্য কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন। আপনাদের সহযোগিতার জন্য প্রশিক্ষিত কর্মীবাহিনী দ্রুত সাড়া দিতে প্রস্তুত।’

তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যে কোনও পদক্ষেপ নেওয়া হবে। নাগরিকদের মাঝে সচেতনতা তৈরিতে প্রতিটি এলাকায় মাইকিং করার পাশাপাশি আরবান মেডিক্যাল টিম, আরবান ভলান্টিয়ার ও উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় যানবাহন প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে নগরীতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে।