Buxa tiger reserve: বক্সায় কবে ছাড়া হবে বাঘ? থাকতে পারবে ওরা? খুশির কথা শোনালেন জাতীয় বিশেষজ্ঞরা

বক্সার জঙ্গলে বাঘ ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েন চলছে। আলিপুরদুয়ারের বক্সার জঙ্গল বাঘ ছাড়ার পক্ষে কতটা উপযোগী তা নিয়েও নানা বিতর্ক রয়েছে। অসম বা জিম করবেট ন্যাশানাল পার্ক থেকে বাঘ নিয়ে এসে বক্সায় ছাড়ার ব্যাপারে কথাবার্তাও চলছে। কিন্তু সেই বাঘেদের থাকার মতো পরিস্থিতি কি বক্সায় রয়েছে?

তবে সূত্রের খবর, বক্সার সামগ্রিক পরিস্থিতি দেখে সন্তুষ্ট ন্যাশানাল টাইগার কনজারভেশন অথরিটির আধিকারিকরা। তবে সমস্যা একটাই বাঘ থাকার জন্য বক্সার জঙ্গলের মাইক্রো কোর এলাকার ১৫০ বর্গকিমি এলাকাকে একেবারে সাইলেন্স জোন হিসাবে তৈরি করতে হবে। কারণ ওই এলাকায় কোলাহল হলে তা বাঘেদের থাকার পক্ষে আদর্শ জায়গা বলে বিবেচিত হবে না। তাছাড়া সংলগ্ন এলাকায় বনবস্তি থাকলে বাঘ ও মানুষের মধ্যে সংঘাত চরম আকার নিতে পারে। সেকারণে ওই এলাকাকে কোলাহলমুক্ত করাটা বনদফতরের কাছে বড় চ্যালেঞ্জ।

আর সেই কাজে সফলতা পেলেই বক্সায় বাঘ আনার ব্যাপারে সম্মতি দেবে ন্যাশানাল টাইগার কনজারভেশন অথরিটি। এদিকে বক্সায় যাতে বাঘেরা শান্তিতে থাকতে পারে সেকারণে সেখানে তৃণভূমি গড়ে তোলা হয়েছে। সেখানে খাদ্য-খাদক শৃঙ্খলা বজায় থাকবে। পাশাপাশি জলের উৎস যাতে ঠিকঠাক থাকে তার ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে বাঘেদের শিকার ধরার জন্য় হরিণও ছাড়া হয়েছে বক্সার জঙ্গলে।

তবে বাঘেরা সাধারণত নিস্তব্ধতা পছন্দ করে। সেখানে যদি দিনরাত কোলাহল হয় তবে বাঘেদের সমস্যা হতে পারে। এদিকে বক্সায় জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে রাজাভাতখাওয়া, জয়ন্তী ও ২৮ মাইল বনবস্তি। সেই বনবস্তি সংলগ্ন এলাকায় বাঘের বাস হলে উভয়েরই সমস্যা হতে পারে। বাঘ ও মানুষের সংঘাত মারাত্মক আকার নিতে পারে। সেকারণেই এনিয়ে অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে চাইছে বনদফতর।

ন্যাশানাল টাইগার কনজারভেশন অথরিটির সদস্য সচিব এসপি যাদব, গ্লোবাল টাইগার ফোরামের সেক্রেটারি জেনারেল রাজেশ গোপাল, রাজ্যের মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত সহ বনদফতরের কর্তারা তিনদিন ধরে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন। মনে করা হচ্ছে বক্সায় একটি পুরুষ বাঘের যাতায়াত আছে। তবে তাকে বক্সায় রাখতে গেলে স্ত্রী বাঘ দরকার। সবটাই ভাবনাচিন্তা করছে বনদফতর। বনকর্মীদের আরও দক্ষ করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup