IPL 2023 CSK Vs KKR Preview: Chennai Super Kings To Play Against Kolkata Knight Riders At Chepauk Stadium


চেন্নাই: চলতি আইপিএলে যদি স্পিন শক্তির কথা ধরা হয়, তবে দুই দল কার্যত একই বিন্দুতে। সমান শক্তিশালী। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs KKR)। যারা রবিবাসরীয় চিপকে যুযুধান।

এবারের আইপিএলে ৪০ উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের স্পিনাররা। আর অশ্বিন, যুজবেন্দ্র চাহালরাই শীর্ষে। তালিকায় দুই নম্বরে কেকেআর। নাইট স্পিনাররা ৩৭ উইকেট নিয়েছেন। ৩৫ উইকেট নিয়েছেন চেন্নাই সুপার কিংসের স্পিনাররা। তবে ইকনমি রেটে এগিয়ে সিএসকে স্পিনাররা। তাঁরা খরচ করেছেন ওভার প্রতি ৭.৫২ রান। যেখানে কেকেআর স্পিনাররা ওভার প্রতি ৮.১৪ রান খরচ করেছেন।

স্পিন যুদ্ধে প্রায় সমান সমান হলেও, ব্যাটিংয়ে অনেক পিছিয়ে নাইটরা। সিএসকে-র টপ অর্ডার ঝোড়ো শুরু করছেন প্রায় প্রত্যেক ম্যাচে। যেখানে পাওয়ার প্লে-তে সমস্যায় পড়ছে কেকেআর। টুর্নামেন্টের শেষ পর্বে এসে রহমনুল্লাহ গুরবাজ ও জেসন রয়কে ওপেনার হিসাবে বেছে নিয়েছেন নাইটরা।

খেলা চিপকে। মহেন্দ্র সিংহ ধোনিদের ডেরায়। যে মাঠের পিচ বরাবর স্পিনারদের সাহায্য করে। তবে এই পিচেই রুতুরাজ গায়কোয়াড়-ডেভন কনওয়ের ওপেনিং জুটি দুটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি জুটি গড়েছেন। অজিঙ্ক রাহানের ছন্দ দলের ব্যাটিংকে আরও শক্তিশালী করেছে। স্পিনারদের বিরুদ্ধে

দুরন্ত ছন্দে শিবম দুবে।

কেকেআরের মাথাব্যথা বাড়াতে পারেন চেন্নাই সুপার কিংসের নবতম আবিষ্কার মাথিশা পাথিরানা। যিনি ওভার প্রতি মাত্র ৮.২৮ রান খরচ করেছেন। ৮ ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। তাঁর স্লিঙ্গিং অ্যাকশন বুঝতে ধন্দে পড়ছেন প্রতিপক্ষ ব্যাটাররা।

ইডেনে এসে কেকেআরকে হারিয়ে দিয়ে গিয়েছিল সিএসকে। সেই ম্যাচে রেকর্ড ২৩৫ রান করেছিল সিএসকে। কেকেআরের সামনে তাই প্রতিশোধের মঞ্চ। তবে কাজ কঠিন। টানা দুই ম্যাচ জিতেছে সিএসকে। 

দুবের আঙুলের চোট সামান্য চিন্তায় রাখবে সিএসকে শিবিরকে। তবে আগের ম্যাচে তাঁকে শুধু ব্যাটার হিসাবে ব্যবহার করেছিল সিএসকে। কেকেআরের বিরুদ্ধেও সেই কৌশলই নিতে পারেন ধোনিরা। বেন স্টোকস ফিট হয়ে গিয়েছেন। তবে প্রথম একাদশে জায়গা পাওয়াই এখন দুষ্কর। চার বিদেশি ক্রিকেটারই পারফর্ম করছেন।

সিএসকে-কে শুধু ভাবাতে পারে নাইটদের ছয় মারার দক্ষতা। চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছয় মেরেছে কেকেআর। পারবেন কি নাইটরা মহার্ঘ ২ পয়েন্ট অর্জন করে ফিরতে?