IPL 2023: PBKS Give Target Of 168 Runs Against DC In Match 59 At Arun Jaitley Stadium


নয়াদিল্লি: ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় আকাশ চোপড়া-ইরফান পাঠানরা বলছিলেন, ও একাই একশো। বাকিরা যা করল!

শনিবার রাজধানীতে ব্যাটের শাসন দেখালেন প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh)। পাঞ্জাব কিংসের উইকেটকিপার-ব্যাটার ইনিংস ওপেন করতে নেমে ঝকঝকে সেঞ্চুরি করলেন। মাত্র ৬৫ বলে করলেল ১০৩ রান। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি। তবে প্রভসিমরন ছাড়া পাঞ্জাব কিংসের বাকিদের অবদান না বলার মতোই।

শিখর ধবন করলেন ৭ রান। লিয়াম লিভিংস্টোন ৪। জিতেশ শর্মা ৫। স্যাম কারান ২০। হরপ্রীত ব্রার ২। শাহরুখ খান ২। সিকন্দর রাজা ১১ রানে অপরাজিত ছিলেন। এর থেকেই বোঝা যায়, একাই একশো হয়ে কীরকম লড়াই করেছেন প্রভসিমরন। তাঁর দাপটেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলল ১৬৭/৭। দিল্লিকে ম্য়াচ জিততে তুলতে হবে ১৬৮ রান। ফিরোজ শাহ কোটলায় বল পড়ে আটকাচ্ছে। থমকে আসছে। শট খেলা খুব একটা সহজ হচ্ছে না। ইরফান পাঠানও যে কারণে বলে দিচ্ছেন, এই রান করাটা

হজ হবে না দিল্লির।

 


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লির বোলারদের মধ্যে এদিন সেরা ইশান্ত শর্মা। ৩ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। বাংলার পেসার মুকেশ কুমারকে গোটা ইনিংসে বল দেননি ওয়ার্নার। পাঞ্জাব ইনিংসের শেষ ওভারে বল করতে ডাকা হয় মুকেশকে। এসেই প্রভসিমরনকে ফিরিয়ে দেন তিনি। ১ ওভারে খরচ করেন মাত্র ৩ রান।  একটি করে উইকেট নিয়েছেন অক্ষর পটেল, প্রবীণ দুবে ও কুলদীপ যাদব। মিচেল মার্শ ১ ওভারে ২১ রান দেন। 

 


আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড