Train cancelled: রবিতে খড়্গপুর শাখায় বাতিল ট্রেন, হাওড়া থেকে ছাড়বে দেরিতে,সাঁতরাগাছিতে সংস্কার

রবিবার ছুটির দিন। কিন্তু সেই দিনেও ফের রেলযাত্রায় ভোগান্তির সম্ভাবনা। খড়্গপুর শাখায় বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে একাধিক ট্রেনের। যার জেরে রবিবার ছুটির দিনেও সমস্যায় পড়তে পারেন রেলযাত্রীরা।

রেল সূত্রে খবর, সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভারব্রিজের কাজ চলবে। তার জেরেই নির্দিষ্ট সময়ে পাওয়ার ব্লক করা হবে। সেই নিরিখে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হবে। জেনে নিন কটা থেকে কটা পর্যন্ত এই পাওয়ার ব্লক করা থাকবে?

রেল সূত্রে খবর, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। সেক্ষেত্রে ওই সময় কালের মধ্য়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলে খবর।

সূত্রের খবর, সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভারব্রিজের সংস্কার কাজ হবে। সেকারণে পাওয়ার ব্লক করা হচ্ছে। মূলত নির্দিষ্ট সময়ের মধ্য়ে কাজ শেষ করার টার্গেট নেওয়া হচ্ছে। সেকারণে ঘড়ি ধরে বিঘ্ন হবে রেল পরিষেবায়।

রেল সূত্রে খবর, শনিবারই আপ ও ডাউনের দুজোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস রবিবার বাতিল করা হয়েছে।

এছাড়া ওই রুট দিয়ে চলাচলকারী একাধিক ট্রেনের সময় সারণীর বদল করা হচ্ছে।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে রবিবার দুপুর ২টো ০৫ মিনিটে গীতাঞ্জলি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। সেটা কিছুটা দেরিতে অর্থাৎ ৪.০৫ মিনিটে ছাড়াবে। হাওড়া মুম্বই মেল ছাড়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ০৫ মিনিটে। সেটা ছাড়বে রাত ১২টা ২০ মিনিটে। হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস রাত ১টা ১০ মিনিটে ছাড়বে। এদিকে ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ও আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস কেবলমাত্র খড়্গপুর পর্যন্ত চলবে।

সব মিলিয়ে ফের ভোগান্তি খড়গপুর লাইনে। সেক্ষেত্রে যাঁরা লোকাল বা দূরপাল্লার রুটে যাতায়াত করবেন রবিবার তাঁরা রেলের সময়সূচি দেখে নেবেন। একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়তে পারে।