ULFA: কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তির খসড়াতে পুরোপুরি খুশি নয় আলফা, কী চাইছেন তাঁরা?

বিশ্বকল্যাণ পুরকায়স্থ

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম( ULFA) ‘র কাছে শান্তিচুক্তি খসড়া পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই খসড়া দেখে কিছুক্ষেত্রে সন্তুষ্ট নয় ওই সংগঠন।

আলফার অন্যতম গোষ্ঠীর জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়া শুক্রবার জানিয়েছেন, বেআইনি অনুপ্রবেশ যাতে বন্ধ করা হয় সেজন্য আমাদের লড়াই। সেই সঙ্গেই অসমের ভূমিপুত্রদের অধিকারকে রক্ষা করতে চায় আলফা।

অনুপ চেটিয়া জানিয়েছেন, অসমের ভূমিপুত্ররা ধীরে ধীরে সংখ্য়ালঘু হয়ে যাচ্ছেন।অবৈধ অনুপ্রবেশের জেরে এই ঘটনা হচ্ছে। এই শান্তিচুক্তি অনুসারে আমরা চাইছি অসমে অন্তত ১০২টি আসন অসমের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ করা হোক। প্রসঙ্গত বর্তমানে অসমে ১২৬টি বিধানসভা ক্ষেত্র রয়েছে।

চলতি বছরের ২৮ এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফে মধ্যস্থতাকারী একে মিশ্র অসমে এসে আলফার একাংশের সঙ্গে বৈঠক করেন। তখনই শান্তিচুক্তির খসড়া তাদের হাতে তুলে দেওয়া হয়।

অনুপ চেটিয়া জানিয়েছেন, তাঁরা সব মিলিয়ে ১২টা দাবি কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছিলেন। তার মধ্যে এনআরসি আপডেট করা, আদিবাসীদের জন্য় জমির অধিকার, অসমের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা, আদিবাসীদের জন্য ৮৮ শতাংশ সংরক্ষণ সহ একাধিক দাবি পেশ করা হয়েছিল।

তিনি বলেন, বেশিরভাগ দাবিই মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এখনও পর্যন্ত কিছু দাবি মানা হয়নি। তার মধ্য়ে আসন সংরক্ষণটা একটা বড় বিষয়।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন এক মধ্যস্থতাকারী আমাদের হাতে এই খসড়া দিয়েছেন। কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকার আমাদের হাতে এই খসড়া দেয়নি।

অনুপ চেটিয়া জানিয়েছেন, এটা হয়তো ফাইনাল ড্রাফট নয়। আমরা বিশ্বাস করি সরকার আমাদের দাবিকে বিবেচনা করবেন। কারণ আমরা অযৌক্তিক কিছু তাদের কাছে চাইনি।সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, অসমের সমস্ত রাজনৈতিক দলের কাছে তারা অনুরোধ করছেন যাতে তাদের সমর্থন করা হয়।

চেটিয়া জানিয়েছেন, আমরা অসমের মুখ্যমন্ত্রী ও অন্য় রাজনৈতিক দলগুলির কাছে সমর্থন চাইছি। কারণ অসমের আদি বাসিন্দাদের অধিকারকে রক্ষা করা একটা বড়ি বিষয়।

অনুপ চেটিয়া জানিয়েছেন, আমরা শান্তির বিপক্ষে নই, তবে এই খসড়া দিয়ে সেটা সম্ভব নয়।