ব্যাটিং ধসে বেঙ্গালুরুর কাছে রাজস্থানের বিব্রতকর হার

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল করলেন হাফ সেঞ্চুরি। বিপরীতে রাজস্থান রয়্যালসের ১১ ব্যাটার মিলে হাফ সেঞ্চুরির একটু বেশি রান করেই অলআউট! নিজেদের ক্লাব ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৫৯ রানে গুটিয়ে গেলো আইপিএলের সাবেক চ্যাম্পিয়নরা।

বেঙ্গালুরুর কাছে রাজস্থান হেরেছে ১২১ রানের বিশাল ব্যবধানে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করে বেঙ্গালুরু।

বিরাট কোহলি (১৮) উদ্বোধনী জুটিতে ডু প্লেসির সঙ্গে ৫০ রান যোগ করে ফিরে যান। ম্যাক্সওয়েল দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে নিয়ে ৬৯ রান তোলেন। ডু প্লেসি ৫৫ রানের সেরা ইনিংস খেলে থামেন। এরপর ম্যাক্সওয়েল ৩৩ বলে ৫ চার ও ৩ ছয়ে করেন ৫৪ রান।

শেষ ১৫ বলে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় অবদান রাখেন অনুজ রাওয়াত। ১১ বলে ৩ চার ও ২ ছয়ে ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

রাজস্থানের পক্ষে অ্যাডাম জাম্পা, কেএম আসিফ দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে দ্বিতীয় বলেই ডাক মারেন যশস্বী জয়সাল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচের নায়ক দ্রুত বিদায় নেন। পরের ওভারে ওয়েন পার্নেলের জোড়া আঘাত। জস বাটলার ও সাঞ্জু স্যামসন তার শিকার। পাওয়ার প্লের আগে দক্ষিণ আফ্রিকান পেসার তার তৃতীয় উইকেট তুলে নেন জো রুটকে ফিরিয়ে। 

মাঝে দেবদূত পাডিক্কালকে ফেরান মাইকেল ব্রেসওয়েল। পাওয়ার প্লেতে ২৮ রান, ৫ উইকেটে। ম্যাচ ওখানেই শেষ!

আর ৪.৩ ওভারে বাকি পাঁচ উইকেট হারায় রাজস্থান। শিমরন হেটমায়ার ১৯ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৫ রান না করলে আরও বিব্রত হতে হতো তাদের। ১০.৩ ওভারে ৫৯ রানে অলআউট রাজস্থান।

ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলে ডাক পাওয়া পার্নেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। ব্রেসওয়েল ও করণ শর্মা নেন দুটি করে উইকেট।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে রাজস্থান। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে বেঙ্গালুরু।