Electrocution: একবালপুরে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ, বাঁচাতে গিয়ে ভয়াবহ পরিণতি মা-মেয়ের

বাড়ির পাশেই সংকীর্ণ গলি। তার গা ঘেঁষেই গিয়েছে বিদ্যুতের তার। বাড়ির সামনে খোলা জায়গার উপর দিয়েও গিয়েছে বিদ্যুতের তার। হয়তো অসাবধানেই সেই বিদ্যুতের তারে কাপড় মেলছিলেন এক ব্য়ক্তি।নাম ইজহার আখতার। তাঁকে বিদ্যুৎস্পৃষ্ঠ হতে দেখে বাঁচাতে গিয়েছিলেন তাঁর শাশুড়ি ও তাঁর মেয়ে। বেঁচে গিয়েছেন ইজহার। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন মা ও মেয়ে।

অত্যন্ত মর্মান্তিক ঘটনা কলকাতার একবালপুরে। মৃত মায়ের নাম মুন্তাহা বেগম। তাঁর বয়স ৬৪ বছর। মুন্তাহার মেয়ে খাইরুলন্নেসা।মৃত্যু হয়েছে তাঁরও। ইজাহারকে একবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদিকে গোটা ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, চারদিকে তার ঝুলছে। সিইএসসিকে বলেও কোনও কাজ হয় না। এনিয়ে বার বার বলা হয়েছে তাদের। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

এদিন ঘটনার খবর পেয়েই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে যান। তিনি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ফিরহাদ বলেন, বিদ্যুৎ চুরি আটকাতে পারে সিইএসসি। তাদের দায়িত্ব। যে মানুষটা মারা গিয়েছে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই। তবে এই ঘটনা যাতে আগামী দিনে আর না হয় সেটা দেখা আমাদের সকলের দায়িত্ব।

এদিন ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, এভাবে তরতাজা দুটো প্রাণ চলে গেল। কিছুতেই মানা যায় না। এদিকে ইজাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু কেন তিনি এভাবে বিদ্যুতের তারে কাপড় মেলছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।