IPL 2023: Prabhsimran Singh Dedicates His Stunning Century To Yuvraj Singh


নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শনিবার ফিরোজ শাহ কোটলায় চোখধাঁধানো এক শতরানের সকলকেই মন্ত্রমুগ্ধ করে রাখেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh)। ইনিংসের শুরুটা মন্থরভাবেই করেন পাঞ্জাবের ওপেনার। তবে প্রথম অর্ধশতরানটা মন্থর গতিতে করলেও দ্বিতীয় অর্ধশতরানটা আগ্রাসী মেজাজে ব্যাট করেই পূর্ণ করেন তিনি। মাত্র ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি।

প্রভসিমরনের ইনিংসে ভর করেই সাত উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে পাঞ্জাব কিংস। ৩১ রানে দিল্লি ক্যাপিটালসকে হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের পরেই নিজের দুরন্ত অর্ধশতরানের ইনিংস প্রভসিমরন উৎসর্গ করেন প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংহকে। ম্যাচ শেষে আইপিএলের ওয়েবসাইটে প্রভসিমরনের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাঁকে তাঁর সতীর্থ হরপ্রীত ব্রারের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই কথোপকথনের সময়ই নিজের শতরান যুবরাজ (Yuvraj Singh) ও দাদুকে উৎসর্গ করেন প্রভসিমরন।

তিনি বলেন, ‘শতরান তো সবসময়ই বিশেষ হয়। দু’টো শতরানই (পাঞ্জাবের হয়ে একটি ও ঘরোয়া ক্রিকেটে একটি) আমার কাছে বিশেষ অনুভূতির। তবে আজকের শতরানটি আরও উচ্চস্তরে হাঁকিয়েছি, তাই এটা একটু বেশিই স্পেশাল বলাই যায়। আমি এই শতরানটা যুবি পাজি (যুবরাজ সিংহ) ও আমার দাদুকে উৎসর্গ করতে চাই। প্রথম শতরান সবসময়ই তো বিশেশ অনুভূতির হয়। আমি এভাবেই যাতে ধারাবাহিকভাবে রান করতে যেতে চাই এবং অবশ্যই দলকে প্লে-অফেও তুলতে চাই।’

একদা ব্যাট, বলে ভারতকে ম্যাচ জেতাতেন যুবরাজ সিংহ। এই শতকে ভারতের দুই বিশ্বকাপ জয়েই যুবরাজের অবদান ভোলার মতো নয়। তিনি বহু উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণা। পাশাপাশি আজকাল তিনি পাঞ্জাবের তরুণ ক্রিকেটারদের মেন্টরের ভূমিকাও পালন করে থাকেন। শুভমন গিল, অভিষেক শর্মাদের প্রায়সই যুবরাজকে কিছু না কিছু টিপস দিতে দেখা যায়। প্রভসিমরনেরও মেন্টর যুবরাজই। তাই অনবদ্য শতরান হাঁকিয়ে নিজের মেন্টরকে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রভসিমরন। প্রসঙ্গত, তরুণ ব্যাটারের দৌলতে এই জয়ের ফলেই পাঞ্জাব কিংস এখনও প্লে-অফের দৌড়ে টিকে থাকল। ১২ ম্যাচে পাঞ্জাবের দখলে ১২ পয়েন্ট রয়েছে। নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে পাঞ্জাব কিন্তু প্লে

-অফে পৌঁছে যেতেই পারে। 

আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম