Suicide: সিবিএসইর দ্বাদশে ৭৩ শতাংশ নম্বর পাওয়ায় আত্মঘাতী পডুয়া! চলছিল আইআইটির প্রস্তুতি

টার্গেট ছিল বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল। আর সেই মনের মতো ভালো ফলাফলের ‘টার্গেট’ পূরণ করতে না পেরে সিবিএসই পরীক্ষার এক পড়ুয়া আত্মহত্যার রাস্তা বেছে নিলেন। সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৭৩ শতাংশ নম্বর পাওয়ায় অবসাদগ্রস্ত হন মাহি দীক্ষিত। এর জেরেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার রাস্তা বেছে নেন বলে জানা যাচ্ছে।

উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা মাহির বাবা নীরজ দীক্ষিত জানাচ্ছেন, মাহির টার্গেট ছিল ৭৫ শতাংশ নম্বর। তা না পেয়ে অবসাদের শিকার হন তিনি। এছাড়াও আইআইটিতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাহি। জানা যাচ্ছে, এলাকার লাফি বুদ্ধা অ্যাকাডেমি থেকে চলতি বছরে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেন মাহি। পরিবারে তাঁরা বাবা মা ছাড়াও রয়েছে বোন। বোন এই মুহূর্তে অষ্টম শ্রেণিতে পড়ে। এভাবে দিদির মৃত্যুতে সেএ বেশ বিচলিত। এদিকে, মাহির মা কিছুতেই বড় মেয়ের এই মৃত্যু মেনে নিতে পারছেন না। শোকে ক্লান্ত বাবা নীরজ দীক্ষিত বুঝে উঠতে পারছেন না কেন এমন ভয়ঙ্কর রাস্তার দিকে মাহি নিজেকে ঠেলে দিলেন। 

( কড়াই ভর্তি মাংসে এন্তার ঝাল দিয়েছেন? স্বাদ ঠিক করতে ঝটপট কী করণীয়! রইল টিপস)

 মাহির মা শিখা বলছেন, শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ মাহি তাঁর ফলাফল মোবাইলে দেখেন। তখন থেকেই ব্যাপক হতাশা তাঁকে ঘিরে ধরে। তারপর নিচের ঘরে তিনি চলে যান। এরপরই দেখা যায়, মাহি গলায় ফাঁস বেঁধে আত্মহত্যার রাস্তা নিয়েছেন। তবে মৃত্যু ঠিক কখন হয়েছে, সেকথা জানা যায়নি। কারণ সারা রাত ডিউটি করে ভোর সাড়ে চারটে নাগাদ বাড়ি ফিরে নীরজ নিজের বড় মেয়ের সঙ্গে দেখা করতে তাঁর ঘরে ঢোকেন। তখনই দেখা যায়, ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মাহি। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে মাহির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, মাহির স্বপ্ন ছিল আইআইটিতে পড়ার। আর সেজন্য আলাদা করে কোচিংও নিচ্ছিলেন তিনি। তবে সব স্বপ্ন কার্যত মাটিতে মিশে গেল তাঁর আত্মহত্যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup