ঝড়ে আটতলা ভবনের গ্লাস ভেঙে নিচে পড়ে আহত ৩

সাতক্ষীরায় আকস্মিক ঝড়ে আটতলা ভবনের গ্লাস ভেঙে নিচে পড়ে তিন জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের শহীদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবন থেকে একাধিক গ্লাস ভেঙে পড়ে।

আহতরা হলেন–কলারোয়া উপজেলার কয়লা গ্রামের শাখেত আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম, মুনসুর সরদারের ছেলে হোসেন আলী এবং সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইজিবাইকচালক আবুল হোসেন। রফিকুল ও হোসেন আলী গ্লাস ভেঙে পড়া ভবনের সামনে খিরা বিক্রি করছিলেন।

প্রত্যক্ষদর্শী জেলা শহরের বাসিন্দা নাজমুল হাসান বলেন, সন্ধ্যায় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় শহীদ নাজমুল সরণির বলাই বাবুর আটতলা ভবনের কয়েকটি গ্লাস ভেঙে নিচে পড়ে যায়। এতে অনেকে আহত হন। এর মধ্যে তিন জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় গ্লাস পড়ে গভীর ক্ষত হয়েছে।

পাশের ঘড়ি দোকানি টিটু বলেন, আমার দোকানের সামনেই ঘটনাটি ঘটেছে। ঝোড়ো বাতাসে ওই ভবনের কয়েকটি গ্লাস ভেঙে নিচে কয়েকজনের গায়ে পড়ে। এর মধ্যে তিন জন গুরুতর আহত হন।

সদর থানার ওসি আবু জিহাদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়েছি। তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।