Sukanta Majumder: সরকারের গাফিলতিতেই ৩৬,০০০ জনের চাকরি গিয়েছে, দাবি সুকান্ত মজুমদারের

রাজ্য সরকারের গাফিলতিতেই ৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে বসেছে। হুগলির সপ্তগ্রামে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সরকার আদালতকে ঠিক মতো নথি দিলে এত লোকের চাকরি যেত না।

এদিন সুকান্তবাবু বলেন, ‘এর মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র প্রশাসনের গাফিলতিতে কাজ হারিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলি আদালতের নির্দেশকে গুরুত্ব দেয়নি। আদালত যে সব নথি চেয়েছে তা জোগাড় করে দেয়নি। আমি বিশ্বাস করি এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। তাঁদের নিয়োগের সঙ্গে টাকা পয়সার সম্পর্ক নেই। তাদেরও চাকরি গিয়েছে কিন্তু রাজ্য সরকারের কোনও হেলদোল নেই’।

সুকান্তবাবুর দাবি, ‘এখন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছে। সেখানে সাধারণ মানুষের টাকায় মামলা লড়া হবে। কিন্তু সিঙ্গল বেঞ্চে ঠিক মতো নথি পেশ করলেই তো সমস্যা মিটে যেত। শুধুমাত্র যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরই চাকরি যেত। কিন্তু এখন তো যোগ্য – অযোগ্য সব মিলে মিশে একাকার হয়ে গেছে’।

শুক্রবার কলকাতা হাইকোর্ট ৩৬০০০ প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। প্রশিক্ষণ না থাকায় ও নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির কারণে এই নির্দেশ বলে রায়ে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।