Dilip Ghosh: তাঁর ফ্ল্যাটে কেন ছিল দিলীপ ঘোষের বাড়ির দলিল, অবশেষে ফাঁস করলেন প্রসন্ন রায়

টাকার লেনদেনের কোনও ব্যাপার নেই। তাঁর ফ্ল্যাট থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিলের সার্টিফায়েড কপি উদ্ধারের ঘটনায় এমনই জানালেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার চাকরি বিক্রির দালাল প্রসন্ন রায়। সোমবার আদালত থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

এদিন প্রসন্নবাবু জানান, তাঁর ফ্ল্যাট থেকে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল উদ্ধার হয়। সিজার লিস্টে সেকথা উল্লেখ করে সিবিআই। তার পর থেকে লাগাতার দিলীপ ঘোষকে এব্যাপারে আক্রমণ শানিয়ে আসছে তৃণমূল। এদিন যদিও প্রসন্ন রায় নিজে তৃণমূলের সব আয়োজনে জল ছেলে দিলেন।

তিনি জানান, তাঁর ফ্ল্যাট থেকে দিলীপ ঘোষের ফ্ল্যাটের যে নথি উদ্ধার হয়েছে সেটা আসল দলিল নয়, দলিলের সার্টিফায়েড কপি। মিউটেশন করতে ও বিদ্যুৎ সংযোগের নাম বদলাতে তাঁকে নথিটি দিয়েছিলেন তাঁরই এক প্রতিবেশী। এর সঙ্গে টাকা লেনদেনের কোনও সম্পর্ক নেই। এর পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, দিলীপ ঘোষকে কি আপনি চেনেন? এই প্রশ্নের যদিও কোনও জবাব দেননি প্রসন্ন রায়।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রসন্ন রায়ের গ্রেফতারির পর গত বছর ৩১ অগাস্ট তাঁর মহিষবাথানের ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। সেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে তারা। যার মধ্যে ছিল দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল। ওই আবাসনেই বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি ফ্ল্যাট রয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর দিলীপবাবু বলেন, ইলেক্ট্রিকের মিটারের নাম বদল করতে ওকে দলিলের প্রতিলিপি দিয়েছিলাম। কারণ ও আবাসন কমিটির সভাপতির দায়িত্বে ছিল। এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক নেই।