Thief Returns ornaments: ৯ বছর পর মন্দিরের চুরি যাওয়া গয়না ফেরাল চোর! সঙ্গে চিঠিতে লেখা কীভাবে হয়েছে চুরি

চুরির পর কেটে গিয়েছে ৯ বছর। এরপর আচমকা চুরি করা সমস্ত গয়না ফিরিয়ে দিলেন খোদ চোর! ঘটনা অবাক করার মতোই বটে! এই ঘটনা ওড়িশার ভুবনেশ্বরের সংলগ্ন এলাকার। সেখানে ৯ বছর আগে মন্দির থেকে চুরি করা গয়না ফেরত দিলেন খোদ অভিযুক্ত চোর, চাইলেন ক্ষমা। মন্দিরের গয়না চুরি, একটি ‘অপবিত্র কাজ’ এমন বার্তা দিয়ে একটি চিঠি লেখেন ওই অভিযুক্ত। তিনি চিঠিতে ক্ষমাও চেয়ে নেন। 

ভুবনেশ্বরের কাছে গোপীনাথপুর গ্রাম। সেখানের রাধা গোবিন্দর মন্দির থেকে ২০১৪ সালের মে মাসে গয়না চুরি হয়। মূলত রুপোর গয়নাই চুরি হয়। চুরি যায়, একটি টিকলি, কানের দুল, ও রুপোর বাঁশি। যথারীতি পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। তবে তাতেও কোনও মতেই খুঁজে বের করা যায়নি আসল অভিযুক্তকে। এরপর কেটে গিয়েছে ৯ বছর। সদ্য ধৌলি এলাকার পুলিশ কর্তা চিত্তরঞ্জন রাউত জানান, ব্যাগ ভর্তি করে ওই চুরি যাওয়া গয়না পাওয়া গিয়েছে মন্দিরের কাছের একটি বাড়ির সামনে থেকে। সেখানে কেউ ব্যাগভর্তি করে ওই গয়না রেখে যান। পুলিশ জানিয়েছে, ব্যাগ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের গয়না উদ্ধার হয়েছে, যা ৯ বছর আগে চুরি হয় মন্দির থেকে। এর সঙ্গেই উদ্ধার হয় একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল যে, মন্দিরের গয়না চুরি করে ‘অপবিত্র কাজ করেছি’ এর জন্য ক্ষমা চেয়ে নেন চিঠির প্রেরক। এরপরই আর বুঝতে বাকি ছিল না যে, ওই অভিযুক্ত চোরই এই গয়না ফিরিয়ে দেন। 

এই আজব কাণ্ডে আবার নিজের চুরির শাস্তি স্বরূপ বাড়তি জরিমানার টাকা দিয়ে যায় অভিযুক্ত চোর। চিঠিতে লেখা রয়েছে, ‘আমি ৩০১ টাকা রেখে যাচ্ছি বাড়তি। এরমধ্যে ২০১ টাকা চাঁদা হিসাবে আর ১০০ টাকা জরিমানা হিসাবে।’ অভিযুক্ত চার চিঠিতে নিজের চুরি করার গোটা পর্বটি লিখেছে। জানিয়েছে, মন্দিরে যখন হোম হচ্ছিল, তখনই সে চুরি করে গয়না। তবে সে একথাও জানায় যে, চুরির পর গত ৯ বছর ধরে সে বহু সমস্যার মুখে পড়েছে। তারপরই সে এই গয়না ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই অভিযুক্ত চোরটি কে, তা চিঠিতে কোথাও লেখা নেই! 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup