Cyclone Mocha in Bangladesh: সেন্ট মার্টিনে মোখায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল BGB

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী বিজিবির সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

মঙ্গলবার সকাল ১০টায় বিশেষ হেলিকপ্টারে বিজিবির মহাপরিচালক সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছন। এরপর তিনি বিজিবির সেন্ট মার্টিন বিওপি পরিদর্শনে যান। পরে সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্বীপের ক্ষতিগ্রস্ত ৮০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যে কোনও দুর্যোগ বিজিবির সদস্যরা মানুষের পাশে থাকবেন জানিয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বিজিবির সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে আগাম বার্তা পৌঁছে দিয়েছেন। 

এছাড়া দুর্যোগ কবলিত এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তারা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। এসময় বিজিবির সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বিভিন্ন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)