Egra Blast:এগরা বিস্ফোরণে NIA চাইল বিজেপি

এগরায় তৃণমূল নেতার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে NIA তদন্তের দাবিতে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গেই ঘটে।

এদিন সুকান্তবাবু বলেন, ‘এটাই তো পশ্চিমবঙ্গের শিল্প। তৃণমূল তো গোটা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করেছে। গোটা দেশে একমাত্র পশ্চিমবঙ্গে এই ধরণের ঘটনা ঘটে। আর মুখ্যমন্ত্রীর কোনও লজ্জাও নেই। এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে দিয়েছে। এতো পঞ্চায়েতের প্রস্তুতি হচ্ছে। আমি দেখলান ক্ষতবিক্ষত দেহাংশ পড়ে আছে। ৩ জনের মৃত্যু হয়েছে। দেহ লোপাট হবে। আমরা দাবি করছি এর NIA তদন্ত হোক। এই দাবিতে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছি’।

তার আগে এক টুইটে তিনি লিখেছেন, ‘পূর্ব মেদিনীপুরের এগরা ব্লকে এক শক্তিশালী বিস্ফোরণে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন, অনেকে আহত। তৃণমূল নেতার কারখানায় বোমা তৈরির সময় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়’।

মঙ্গলবার দুপুরে এগরার খাদিকুল গ্রামে তৃণমূল নেতার অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় ৩ জনের দেহ। আহত অবস্থায় ৪ জন এগরা মহকুমা হাসপাতালে ভর্তি।