IPL 2023: Mumbai Indians Cricketer Piyush Chawla Meets Yogi Adityanath, Know In Details


লখনউ: তিনি উত্তরপ্রদেশের ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে খেলেন উত্তরপ্রদেশের হয়েই। কিন্তু আইপিএলে (IPL 2023) তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG) দলে নেই। খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। মঙ্গলবার তিনি ঘরের মাঠে খেললেন অ্যাওয়ে ম্যাচ। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হেরে গিয়েছে। তবে পীযূষ চাওলা রয়েছেন খোশমেজাজে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের লেগস্পিনারকে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ।

আইপিএলে বল হাতে নজর কেড়ে চলেছেন পীযূষ। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। প্রমাণ করে দিয়েছেন, বয়স নিছকই সংখ্যা।

আদিত্যনাথের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পীযূষ। সঙ্গে লিখেছেন, ‘স্যর, আপনার সঙ্গে দেখা করতে পারাটা আমার কাছে সম্মানের। আপনার মহার্ঘ সময় দে

য়ার জন্য ধন্যবাদ’।

 


মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১৭৮ রান তাড়া করতে শুরুটা দুর্দান্তভাবে করেছিল। পল্টনদের হয়ে দুই তারকা ওপেনার ঈশান কিষাণ ও রোহিত শর্মা (Rohit Sharma) ওপেনিংয়ে ৯০ রান যোগ করেন। কিন্তু শেষ রক্ষা হল না। মহসিন খানের (Mohsin Khan) স্বপ্নের ওভারের দৌলতে খালি হাতেই লখনউ ছাড়তে হচ্ছে রেকর্ড চ্যাম্পিয়নদের।

লখনউয়ের মাঠে এ মরসুমে রান তাড়া করা একেবারেই সহজ হয়নি। অন্যান্য সিংহভাগ মাঠে যেখানে রানের ফুলঝুড়ি দেখা গিয়েছে, সেখানে লখনউয়ে ১৫০-১৬০ রান তুলতে গিয়েও বারবার সকলকে নাকানিচোবানি খেতে দেখা গিয়েছে। সেখানে মুম্বইয়ের সামনে ১৭৮ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না। নতুন বলে তাই প্রথম থেকেই আগ্রাসী ছন্দে ব্যাটিং শুরু করেন ঈষান। লক্ষ্য ছিল বল পুরনো হওয়ার আগে পাওয়ার প্লের সুবিধা নিয়ে বোর্ডে বেশ খানিকটা রান তুলে রাখা। শুরুটা ঈশাণ করলেও পরে রোহিতও তাঁকে সঙ্গ দেন। পাওয়ার প্লেতে বিনা উইকেটেই ৫৮ রান তুলে ফেলে মুম্বই।

যখন মনে হচ্ছিল ঈশান ও রোহিত ম্যাচটা একপেশে করে দেবেন, ঠিক তখনই লখনউয়ের ত্রাতা হয়ে উঠেন রবি বিষ্ণোই। ৩৭ রানে তিনি রোহিত শর্মাকে সাজঘরে ফেরান। রোহিতের পর আরেক ওপেনার ঈশানকেও ৫৯ রানে ফেরান বিষ্ণোই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মুম্বইকে হারায় লখনউ।

আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?