Summer eye care: ভ্যাপসা গরমে বাড়ছে চোখের নানা রোগের আশঙ্কা, কোন রোগের কী দাওয়াই বলছেন চিকিৎসক

ভ্যাপসা গরমে চোখের নানা রোগের আশঙ্কা বাড়তেই থাকে। একটু খেয়াল না করলেই গেঁড়ে বসতে পারে সেই রোগ। তবে রোজকার রুটিনে কিছু ভালো অভ্যাস রাখলেই সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে। কী কী রোগ হওয়ার আশঙ্কা রয়েছে এই গরমে? সে কথাই জানাচ্ছেন দিশা আই হসপিটালের বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ দেবাঞ্জন সেন।

আরও পড়ুন: বিস্ময়কর আবিষ্কার NASA-র, সৌরঝড়ের খবর পাওয়া যাবে আগেভাগেই, কীভাবে জানেন

আরও পড়ুন: কী ভয়ঙ্কর, রাস্তায় ঝামেলা হতেই সাপ দিয়ে অন্যজনকে পেটালেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো

চোখের অ্যালার্জি: অ্যাজমা, একজিমার মতো সমস্যায় যারা ভোগেন, তাদের এই সময় চোখের অ্যালার্জি হওয়ার আশঙ্কা বেশি। বিভিন্ন ধোঁয়ার কারণে এই সমস্যা আরও বাড়ে। চিকিৎসকের কথায়, এই সময় চোখ ফুলে লাল হয়ে যায়। চোখে জলের পরিমাণ বেড়ে যায়, পাশাপাশি চুলকানির সমস্যা দেখা দেয়।

এর জন্য সবচেয়ে সহজ সমাধান রোজ বেশ কয়েকবার ঠান্ডা জল দিয়ে চোখ ধুতে হবে। এছাড়াও, গোলাপ জলের তিন ফোঁটা দিয়ে পাঁচ মিনিটের জন্য দুই চোখ বন্ধ করে রাখতে হবে। তবে সমস্যার বাড়াবাড়ি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

কনজাঙ্কটিভাইটিস: কলজাঙ্কটিভাইটিস চোখের খুব সাধারণ একটি রোগ। এই রোগে চোখ লাল হয়ে যাওয়া থেকে আঠালো পদার্থ নির্গত হওয়ার সমস্যা দেখা দেয়। পাশাপাশি চোখ জ্বালা, চোখের পাতা আটকে যাওয়া, লিম্ফ নোড ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। 

এই সময় চিকিৎসকরা কনট্যাক্ট লেন্স পরতে নিষেধ করেন। চোখ ভেজা কাপড় দিয়ে মুছতে হবে এই সময়। পিঙ্ক আই ট্রিটমেন্টের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। এই রোগটি যেহেতু ভাইরাসের কারণে হয়, তাই কোনও অ্যান্টিবায়োটিক ওষুধ এতে কাজ দেবে না। 

গরমে শরীরের অন্যান্য অঙ্গের খেয়াল রাখার পাশাপাশি চোখেরও বিশেষ খেয়াল রাখা জরুরি। এই সময় চোখের নানা রোগ দূরে রাখতে চোখের যত্ন নেওয়া জরুরি। রোজ ঠান্ডা জল দিয়ে বেশ কয়েকবার চোখ ধোয়ার পাশাপাশি চোখের কোনও রোগ হলে তা ফেলে রাখা যাবে না। ঘরোয়া টোটকায় না সারলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup