বাংলা নিউজ > ঘরে বাইরে > UK PM সুনাকের বাড়ি গন্তব্য, নারায়ণমূর্তির স্ত্রী সুধার কথা বিশ্বাস করেননি অভিবাসন অফিসার
Updated: 16 May 2023, 01:45 PM IST
Soumick Majumdar
সুধা মূর্তির মেয়ে, অক্ষতা, বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী। গত বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ঋষি সুনক।সুধা মূর্তি জানান, তাঁকে দেখতে সাধাসিধে। তাই অনেকেই তিনি আসলে কে, তা চিনতে পারেন না।
1/6সম্প্রতি দ্য কপিল শর্মা শো-তে এসেছিলেন লেখিকা-সমাজসেবী সুধা মূর্তি। ইনফোসিস কর্তার স্ত্রী সেখানে তাঁর বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তাতে উঠে আসে কিছু মজার ঘটনাও। তিনি জানান, ইমিগ্রেশনে আবাসিক ঠিকানা দেওয়ার সময়ে তাঁর সঙ্গে একটি হাস্যকর ব্যাপার হয়েছিল। অভিবাসন আধিকারিক যখন তাঁর আবাসিক ঠিকানা জানতে চান, তখন সুধা মূর্তি ফর্মে লেখেন, ‘১০ ডাউনিং স্ট্রিট’। সেই ঠিকানা দেখে ঘাবড়ে যান অভিবাসন আধিকারিক। কেন? কারণ এই ‘১০ ডাউনিং স্ট্রিট’-ই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং দফতর। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)2/6সুধা মূর্তির মেয়ে, অক্ষতা, বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী। গত বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ঋষি সুনক। ফাইল ছবি: রয়টার্স (Instagram)3/6তিনি জানালেন, ‘অভিবাসন আধিকারিক জিজ্ঞাসা করলেন, আপনি লন্ডনে কোথায় থাকেন? এই প্রশ্নের উত্তরে আমি ভাবলাম ’10 ডাউনিং স্ট্রিট’ লিখি। আমার ছেলেও ব্রিটেনে থাকে, কিন্তু আমার তার সম্পূর্ণ ঠিকানা মনে ছিল না। তাই শেষ পর্যন্ত আমি 10 ডাউনিং স্ট্রিটই লিখেছিলাম।’ ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
4/6এরপর তিনি বলেন, ‘এটি দেখেই ইমিগ্রেশন অফিসার ঘাবড়ে যান। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কি মজা করছেন?’ তখন আমি আবার বললাম, ‘নাহি, সাচ্চি বলি হু’ (না, আমি সত্যি কথাই বলছি)। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)5/6তিনি জানান, তাঁকে দেখতে সাধাসিধে। তাই অনেকেই তিনি আসলে কে, তা চিনতে পারেন না।’কেউ বিশ্বাসই করে না যে একজন ৭২ বছর বয়সী, অতি সাধারণ মহিলা, প্রধানমন্ত্রীর শাশুড়ি হতে পারেন,’ কপিল শর্মা শো-তে বলেন তিনি। ফাইল ছবি: টুইটার (Instagram)6/6সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সমাজসেবামূলক কাজের জন্য পদ্মভূষণে সম্মানিত হয়েছেন সমাজসেবী সুধা মূর্তি। ফাইল ছবি: লিঙ্কডিন (Instagram)