IPL 2023 SRH Vs RCB Innings Highlights: Sunrisers Hyderabad Give Target Of 187 Runs Against Royal Challengers Bangalore


হায়দরাবাদ: ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বলা হচ্ছিল, হারানোর কিছু নেই বলে বিপজ্জনক হয়ে উঠতে পারে সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs RCB)। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও, অনেকে বলছিলেন, নিজামের শহরের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

যদিও বৃহস্পতিবার হায়দরাবাদের উপ্পলে, রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুটা হয়েছিল সম্পূর্ণ অন্যরকমভাবে। প্রথমে ব্যাটিং করতে নেমে ধীর লয়ে এগচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। ১৪ বলে ১১ রান করে অভিষেক শর্মা যখন ফেরেন, ৪.১ ওভারে হায়দরাবাদের রান মাত্র ২৭। ঘাতক বোলারের নাম মাইকেল ব্রেসওয়েল। ওই একই ওভারে ব্রেসওয়েল ফিরিয়ে দেন অপর ওপেনার রাহুল ত্রিপাঠিকেও। ১২ বলে মাত্র ১৫ রান করে ফেরেন রাহুল। ২৮/২ হয়ে যায় হায়দরাবাদ।

তবে সকাল দেখে যেমন সব সময় বোঝা যায় না গোটা দিন কেমন কাটবে, তেমনই পাওয়ার প্লে-র ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল না যে, শেষ লগ্নে ঝড় অপেক্ষা করে রয়েছে।

দুই উইকেট পড়ে যাওয়ার পর প্রতিরোধ গড়ে তুললেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মারক্রাম। সঙ্গী হেনরিক ক্লাসেন। তবে ২০ বলে ১৮ রান করে বাংলার শাহবাজ আমেদের বলে ফেরেন মারক্রাম। তৃতীয় উইকেটে ততক্ষণে ৭৬ রান যোগ হয়ে গিয়েছে। মারক্রাম ফিরতে আরও বিধ

বংসী রূপ নেন ক্লাসেন। 

হর্ষল পটেলকে ছক্কা মেরে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেন হেনরিক ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। তাঁর আগে ৪৪ বলে সেঞ্চুরি ছিল ডেভিড ওয়ার্নারের। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ৫১ বলে ১০৪ রান করে ফেরেন ক্লাসেন। ৮টি চার ও ৬টি ছক্কা মেরেছেন ক্লাসেন।

তাঁকে সঙ্গত করেন হ্যারি ব্রুক। ইডেনে কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তারপর থেকেই নীরব তাঁর ব্যাট। এদিন ১৯ বলে ২৭ রান করলেন। ২টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। 

প্লে অফের দৌড় থেকে এমনিতেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। শুক্রবার এইডেন মারক্রামদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ১২ ম্যাচে যাদের ১২ পয়েন্ট বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের। বৃহস্পতিবার জিতলে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে আরসিবি। কিন্তু আরসিবির সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে তুলল ১৮৬/৫। আরিসিবির সামনে ১৮৭ রানের লক্ষ্য।

আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি