TET scam: বিধি মেনেই প্রাথমিকে চাকরিহারাদের স্বাভাবিক ক্ষমতার পরীক্ষা হয়েছে, দাবি মানিকের

প্রাথমিকে প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল বলে মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল না বলেই দাবি করলেন। ৩২ হাজার শিক্ষককে যে সময় নিয়োগ করা হয়েছিল সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার আদালত চত্বরে দাঁড়িয়ে এই দাবি করার পাশাপাশি নিয়োগের নিয়ম নিয়েও বিস্তারিত ব্যাখ্যা করেন মানিক ভট্টাচার্য।

এদিন কলকাতা নগর আদালতে মানিকের হাজিরা ছিল। শুনানি শেষে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানিক ভট্টাচার্য বলেন, ‘নিয়োগের ২সি’ বিধি অনুযায়ী তাঁদের স্বাভাবিক ক্ষমতার পরীক্ষা হয়েছে। তারপরে ৩২ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছিলেন।’তবে কথা শেষ করার আগেই এদিন পুলিশ তাঁকে ভ্যানে উঠে যেতে বলে পুলিশ। প্রসঙ্গত, মামলাকারীরা অভিযোগ তুলেছিলেন, ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ৩২ হাজার শিক্ষকের যথাযথ অ্যাপটিটিউট টেস্ট হয়নি। অ্যাপটিটিউট টেস্ট কি? সে বিষয়ে মানিক ভট্টাচার্য ভ্যানে উঠেই ব্যাখ্যা করে বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগের ২সি ধারায় বলা রয়েছে অ্যাটিটিউড টেস্ট মানে হল স্বাভাবিক ক্ষমতা বা প্রকৃতি প্রদত্ত ক্ষমতা।’ অর্থাৎ মানিক ভট্টাচার্যের মতে, ওই ৩২ হাজার শিক্ষকের নিয়োগে নিয়ম অমান্য করা হয়নি। যদিই মানিক ভট্টাচার্য এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, ‘এই নিয়ে কিছু বলার নেই।’ মানিক ভট্টাচার্যের এই মন্তব্যের পরে প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি চাকরিহারাদের সমর্থন করছেন? যদিও সে বিষয়ে কিছু জানতে চাননি তৃণমূল বিধায়ক।

এদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। অন্যদিকে, হাজতবাস নিয়ে মানিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এখন গরম পড়েছে সবার কষ্ট হচ্ছে আমাদেরও হচ্ছে।’ তবে জেল হাসপাতালে সমস্যা নিয়ে কিছু বলতে চাননি মানিক ভট্টাচার্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup