PBKS vs RR IPL 2023: আইপিএল শেষ পাঞ্জাবের, ৪ উইকেটে জিতে প্লে অফের আশা বেঁচে রইল রাজস্থানের

<p style="text-align: justify;"><strong>ধরমশালা:</strong> প্রয়োজন ছিল ১৮.৩ ওভারে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতলেও রাজস্থান রান ১৮.৩ ওভারে ম্য়াচ জিততে পারল না। তবে প্লে অফের আশা এখনও বাঁচিয়ে রাখল সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে রাজস্থান ম্যাচ হেরে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে তৃতীয় দল হিসেবে ছিটকে গেল পাঞ্জাব কিংস। এর আগে দিল্লি ক্য়াপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। এবার শিখর ধবনের দলও ছিটকে গেল।&nbsp;</p>
<p style="text-align: justify;">১৮৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন যশস্বী জয়সওয়াল। জস বাটলার এদিন খাতা খোলার আগেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। রাবাডার বলে আউট হন তিনি। যদিও জয়সওয়াল এদিন আরও একবার অর্ধশতরানের ইনিংস খেলেন। তিনি ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি হাঁকান বাঁহাতি। এরপর দেবদত্ত পড়িক্কল ৩০ বলে ৫১ রান করেন। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে শিমরন হেটমায়ের ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। রিয়ান পরাগ ১টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ১২ বলে ২০ রান করে ফেরেন।</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>