Sukanta Majumder: কেষ্ট বেদের মেয়ে জ্য়োৎস্নার গান গাইছে, এবার গাইবেন পিসি-ভাইপো, সভায় সুকান্তর তির

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। আর তারপরই যেন বিরোধীদের সুর একেবারে সপ্তমে চড়েছে। গোসাবার মোল্লাখালিতে জনসভা ছিল বিজেপির। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সভা থেকে তিনি তৃণমূলকে নিশানা করে একের পর এক তির ছোঁড়েন। মূলত নাম না করে এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

এর সঙ্গেই তিনি অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডলের বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে একটা সময় তৃণমূল বলত খেলা হবে। আর আজ সিবিআই বলছে আয় খেলতে আয়। আর খেলতে আসছেন না ভাইপো। একেবারে চাঁচাছোলা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে।

সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভাইপো কাল ডাক পেয়েছে। হাইকোর্ট ২৫ লাখ টাকা জরিমানা করেছে। ভাইপোর পদে পদে পিসিও যাবে। যেমন অনুব্রত মণ্ডল আর তার মেয়ে। দুই ঘরে পাশাপাশি। এদিকে একটা ব্লক। ওদিকে একটা ব্লক। তিহাড় জেলে বসে বেদের মেয়ে জ্যোৎস্নার গান গাইছে। থালা বাটি কম্বল, জেলখানা সম্বল। অপেক্ষা করুন। পিসি ভাইপোকেও একই গান গাওয়াবো। থালা বাটি কম্বল, জেলখানা সম্বল। পিসি ভাইপো সেই একই গান গাইবে। সেই দিন আসছে।

সেই সঙ্গেই তিনি বলেন, ভাইপো দুদিন আগেই বলছিল আমি যদি দুর্নীতি করে থাকি তবে ফাঁসির দড়ি গলায় দিয়ে দেব। আর এখন সিবিআই ডাকছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে ঘুরে বেড়াচ্ছে। আগে তৃণমূল গান চালাতেন খেলা হবে। এখন তারা আর ওসব গান চালান না। এখন সিবিআই বলছে আয় খেলব তোর সাথে। কিন্তু যাচ্ছে আর না। সিবিআই ডাক পেতেই চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়েও বাঁচতে পারবেন না। কারণ কয়লা তোমার পকেটে ঢুকেছে। সিবিআইয়ের জেলে গিয়ে তোমার মুক্তি। ভারতীয় জনতা পার্টি মুক্তি দেবে না।

তবে সুকান্তর বক্তব্য়ের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্বের পালটা কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে শনিবার সিবিআই জেরা শেষ করে কতক্ষণে বের হন অভিষেক সেদিকে নজর রয়েছে অনেকেরই।