Digital India: ফের কেন্দ্রের স্বীকৃতি, রাজ্যের ৪ জেলা পেল ‘ভূমি সম্মান’

রাজ্যের বঞ্চনার অভিযোগের মাঝেই ফের কেন্দ্রের স্বীকৃতি। ডিজিট্যাল ইন্ডিয়ার পুরস্কার পেল রাজ্যের চার জেলা। হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়াকে ‘ভূমি সম্মান’এ সম্মানিত করল কেন্দ্র। ভু-মানচিত্রের নকশা থেকে জমি কেনা-বেচায় তথ্য-প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার জন্য এই চার জেলাকে মধ্যে স্বীকৃতি দিল কেন্দ্র। সারা দেশের মোট ৭৫টি জেলা এই সম্মান পেয়েছে।

ডিজিটাল মাধ্যমে জমির নথিভুক্তকরণ ও মৌজা আধুনিকীকরণে দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। প্রথম স্থানে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা। নবান্ন সূত্রে খবর, প্রতিটা জেলা ভূ-মানচিত্র ডিজিটাল করার কাজ চলছে। এর মধ্যে এই চারটি জেলাতে জমিরা মালিকানা সহজে জানার জন্য ডিজিটাল ভূ-নকশা তৈরি করা হয়েছে। তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানের জন্য কম্পিটারাইজড রেকর্ড রুমও তৈরি করা হয়েছে। এর ফলে জমি হস্তান্তর দ্রুত হয়ে যাচ্ছে। লাল ফিতের ফাঁসে আটকে থাকছে না।

এর আগেও রাজ্য একাধিক বিষয়ে কেন্দ্রের বিভিন্ন পুরস্কার পেয়েছে। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে দ্রুত সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার কেন্দ্রের ডিজিটাল পুরস্কার পেয়েছে। ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে কেন্দ্র পাঁচবার স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া রাজ্যের একাধিক সরকারি প্রকল্প পেয়েছে স্কচ পুরস্কার।

(পড়তে পারেন। কেন্দ্রের বরাদ্দ নিয়ে জটিলতা এড়াতে দায়িত্ব ভাগ উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের)

নবান্নের অভিযোগ, এ সব সত্বেও বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর ডাকা এক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিবরা এই নিয়ে সরব হয়েছেন। এর আগে কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিক বার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও দরবার করেছেন। ধরনায় বসেছেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বারদ্দ আটকে রেখে, শুধু পুরস্কার দিয়ে লাভ কী? প্রশ্ন তুলছে শাসকদল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup