IPL 2023: KKR Have To Defeat LSG By 102 Runs Or More To Stay In The Play Off Race


কলকাতা: ম্যাচ শুরু হওয়ার আগেই কি স্বপ্ন শেষ?

আজ, শনিবার ইডেন গার্ডেন্সে- (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs LSG)। যে ম্যাচকে বলা হচ্ছে মরণ-বাঁচন ম্যাচ। প্লে অফে ওঠার দৌড়ে থাকতে জিততেই হবে কেকেআরকে। কিন্তু ম্যাচ জিতলেও কি প্লে অফে ওঠা সম্ভব নাইটদের? অঙ্ক দেখলে হতাশ হতে পারেন নাইট সমর্থকেরা। মনে হতে পারে, এ-ও কি সম্ভব?

পয়েন্ট টেবিলে আপাতত সাত নম্বরে রয়েছে কেকেআর। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। তবে নাইটদের উদ্বেগে রাখছে নেট রান রেট। যাতে বেশ পিছিয়ে কেকেআর। 

দশ দলের আইপিএলে একমাত্র দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের। বাকি কোনও দলই ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই গুজরাত টাইটান্সের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে যাওয়া নিশ

চিত। শেষ ম্যাচে হারলেও।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, কেকেআরের ধরাছোঁয়ার বাইরে সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের ওপর কেকেআরের ভাগ্য নির্ভরশীল নয়।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদেরও ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে ক্রুণাল পাণ্ড্যদের। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকা যাবে।

চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই তিন দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের কাছে হেরে শুক্রবার প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস।

আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। নেট রান রেট + ০.১৮০। বিরাট কোহলিদের ম্যাচ বাকি গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচে আরসিবিকে বিরাট ব্যবধানে হারতে হবে। তবে কেকেআরের সুবিধা।

পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট রাজস্থানের। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে তারা। রান রেট ০.১৪৮।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাদের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রবিবার। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারতেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। তাহলে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর।

অঙ্ক বলছে, আজ যদি লখনউ সুপার জায়ান্টসকে ১০২ রানে হারাতে পারে কেকেআর, তবে রাজস্থান রয়্যালসকে নেট রান রেটে পিছনে ফেলতে পারবে। আর ১১১ রানে জিতলে তবে আরসিবিকে নেট রান রেটে পেরতে পারবেন নাইটরা। যা ভীষণই কঠিন কাজ। আর প্রথমে ফিল্ডিং করতে হলে, তাহলে প্লে অফে ওঠা কার্যত অসম্ভব।

নাইট সমর্থকেরা আপাতত অলৌকিক কিছুর প্রার্থনায়।

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি

আরও পড়ুন: পয়েন্ট টেবিল দেখছেন না, শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে চান কেকেআর কোচ