IPL 2023 KKR Vs LSG Innings Highlights: Lucknow Super Giants Give Target Of 177 Runs Against Kolkata Knight Riders At Eden Gardens


সন্দীপ সরকার, কলকাতা: বলা হচ্ছিল, আইপিএলের (IPL) এই ম্যাচে নাকি ফের বঙ্গভঙ্গের সাক্ষী থাকবে ময়দান। ঠিক যেমনটা হয়েছিল ১১ বছর আগে। ২০১২ সালের ৫ মে। ইডেন গার্ডেন্সে যেদিন একদিকে ছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুণে ওয়ারিয়র্স। ইডেন দেখেছিল এক অভিনব ছবি। গ্যালারি গলা ফাটিয়েছিল প্রিয় দাদার সমর্থনে।

শনিবার, ফের মে মাসের এক সন্ধ্যে। ইডেনে যুযুধান দুই দল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। কিন্তু বঙ্গভঙ্গ কীভাবে? এ তো আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস নয়!

সমর্থন ভাগাভাগি হওয়া নিয়ে জল্পনা চলছিল কারণ, লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যিনি আবার মোহনবাগান সুপার জায়ান্টেরও কর্ণধার। পোড়খাওয়া ব্যবসায়ী। ক্রিকেট মাঠে মোহনবাগানের ফুটবলকে ঘিরে আবেগকে কাজে লাগাতে তৎপর ছিলেন। তাই লখনউ সুপার জায়ান্টস এই ম্যাচে নেমেছিলেন সবুজ-মেরুন জার্সি পরে। অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য আবেদন করেছিলেন, মোহনবাগানিরা আসুন, ম্যাচে আমাদের সমর্থন করুন। দেদার বিলি করা হয়েছিল স্পেশ্যাস সবুজ-মেরুন জার্সিও।

কিন্তু ইডেনের গ্যালারিকে মোহনবাগান আবেগ দিয়ে বেঁধে রাখা গেল না। বরং কেকেআর বোলাররা উইকেট পেলেই গ্যালারি গর্জন করে উঠল। সবুজ-মেরুন ঝড় নেই। গ্যালারিতে সোনালি-বেগুনির দাপট। ঘরের মাঠের প্রবল এই সমর্থনের সামনে জ্বলে উঠলেন নাইট বোলাররা। দুটি করে উইকেট তুলে নিলেন বৈভব অরোরা, সুনীল নারাইন ও শার্দুল ঠাকুর। লখনউয়ের হয়ে ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র নিকোলাস পুরান। ২৮ বলে হাফসেঞ্চুরি করলেন।  ৩০ বলে ৫৮ রান করে ফিরলেন। প্রথমে ব্যাট করে লখনউ তুলল ১৭৬/৮। ম্যাচ জিততে ১৭৭

রান তুলতে হবে কেকেআরকে।

তবে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কার্যত অসাধ্য সাধন করতে হবে নাইটদের। কারণ, ১৭৭ রান তুলতে হবে ৪৭ বলে! তবে রান রেটের বিচারে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পেরনো সম্ভব হবে কেকেআরের। তবে তার নেপথ্যেও রয়েছে একাধিক শর্ত। যেমন, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে হারতেই হবে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে যদি প্লে অফের দরজা খোলে।

যদিও ইডেনের যে পিচে খেলা হচ্ছে, বল পড়ে কিছুটা থমকে আসছে। শট খেলতে সমস্যায় পড়ছেন ব্যাটাররা। এই পিচে ৪৭ বলে ১৭৭ রান করা চাট্টিখানি কথা নয় বলে মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

২০১২ সালের ৫ মে ৭ রানে ম্যাচ জিতেছিল কেকেআর। সেবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিলেন গৌতম গম্ভীররা। এদিন যিনি প্রতিপক্ষ ডাগ আউটে। অসাধ্য সাধন করতে পারবেন নাইটরা?

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি