IPL 2023: Punjab Kings Out Of Play Off Race, KKR To Play Against LSG, Top 5 News Of IPL In A Nutshell


কলকাতা: আইপিএল (IPL 2023) শেষ লগ্নে। প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস। আজ পরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের (KKR)। আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।

প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব

প্রয়োজন ছিল ১৮.৩ ওভারে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতলেও রাজস্থান রান ১৮.৩ ওভারে ম্য়াচ জিততে পারল না। তবে প্লে অফের আশা এখনও বাঁচিয়ে রাখল সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে রাজস্থান ম্যাচ হেরে আইপিএলে তৃতীয় দল হিসেবে ছিটকে গেল পাঞ্জাব কিংস। এর আগে দিল্লি ক্য়াপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। এবার শিখর ধবনের দলও ছিটকে গেল।&n

bsp;

কাঁটা গম্ভীর

তখন সদ্য দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) টিম ইন্ডিয়া। ফাইনালের অন্যতম নায়ক তিনি। তাঁর হাতেই দলের নড়বড়ে জাহাজের হাল তুলে দিলেন শাহরুখ খান-জুহি চাওলারা।

আর দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) আইপিএল চ্যাম্পিয়ন করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১২ সালে প্রথম আইপিএল খেতাবের স্বাদ পেল কেকেআর। ২ বছর পর আবার নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হল গৌতির নেতৃত্বেই। ২০১৪ সালে। বেঙ্গালুরুতে রূপকথার ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে।

সেই শেষ। তারপর থেকে দেখতে দেখতে প্রায় ৯ বসন্ত পার। নাইট শিবিরে আর আইপিএল ট্রফি ঢোকেনি। গম্ভীরও এখন নতুন ভূমিকায়। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তিনি। ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে অ্যাওয়ে টিমের ডাগ আউটে বসছেন গম্ভীর, কেকেআর সমর্থকদের কাছেও যেন অপ্রত্যাশিত দৃশ্য।

কিন্তু আইপিএল এমনই। আজ যে সতীর্থ, কাল সেই প্রতিপক্ষ। আজ যে ভরসা, কাল সেই উদ্বেগের কারণ।

গম্ভীরও এখন কেকেআরের নির্ভরতা নন, বরং সবচেয়ে বড় কাঁটা। ইডেনের উইকেট চেনেন হাতের তালুর মতো। তাঁর মগজাস্ত্র নাইটদের গেমপ্ল্যান ওলটপালট করে দিতে পারে।

 

পয়েন্ট টেবিল নিয়ে ভাবছেন না পণ্ডিত

কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্লে অফ ভাগ্য অঙ্কের এমনই জটিল গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে যে, তার চেয়ে রকেট সায়েন্স বুঝে ফেলাও বুঝি সহজ কাজ!

নিজেদের শেষ ম্যাচে শুধু লখনউ সুপার জায়ান্টসকে (KKR vs LSG) বিরাট ব্যবধানে হারালে হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান জিতলে চলবে না। পাঞ্জাব খুব বড় ব্যবধানে জিতলে হবে না। মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ ম্যাচ হারতে হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে শেষ ম্য়াচ জিতলে চলবে না। অঙ্কের লম্বা তালিকা…

কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) অবশ্য এত অঙ্ক নিয়ে মাথা ঘামাতে চান না। সাফ বলে দিলেন, ‘আমাদের হাতে আর একটা ম্যাচ রয়েছে। এই পরিস্থিতিতে যে কোনও দলই সামনের দিকে তাকাতে চাইবে। আমিও তাই চাইছি। পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছি না। শুধু নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে আর সেদিকেই মনোনিবেশ করছি। ছন্দ বজায় রাখতে চাই।’

অবিশ্বাস্য প্রত্যাবর্তন

কাঁধের চোট যে শুধু তাঁকে মাঠ থেকে ছিটকে দিয়েছিল তাই নয়, কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছিল। চোট এমনই গুরুতর ছিল যে, চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন হাত কেটে না বাদ দিতে হয়!

মহসিন খান (Mohsin Khan) মাঠে ফিরেছেন। শুধু ফিরেছেন না, দলকে ম্যাচও জিতিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগের ম্যাচে হাতে মাত্র ১১ রানের পুঁজি নিয়েও অবিশ্বাস্য বোলিং করেছেন। ৫ রান খরচ করে লখনউ সুপার জায়ান্টসকে ২ পয়েন্ট দিয়েছেন। ম্যাচের পর মহসিন খান নিজেই জানিয়েছিলেন যে, তাঁর বাবা ১০ দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন। প্রায় জীবন-মৃত্যুর লড়াই হয়েছে। তবে দলের প্রতি, ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা কমেনি মহসিনের। মাঠের পারফরম্য়ান্সে ব্য়ক্তিগত উদ্বেগকে ছাপ ফেলতে দেননি।

মহসিনের নিষ্ঠা আর ফিরে আসার লড়াই দেখে মুগ্ধ মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিডস্টার এখন লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন বলছিলেন, ‘মহসিনকে দেখে আমি মুগ্ধ। চোটের জন্য হাত বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এক বছর মাঠের বাইরে কাটিয়েছে। তারপর ফিরে আসা আর ওইরকম একটা শেষ ওভার করার পর ওর কাহিনি প্রেরণা তো দেবেই। ওর কাছে কেরিয়ারে এগিয়ে যাওয়াটা বিরাট ব্যাপার।’

যশস্বীর হয়ে সওয়াল

আইপিএলের (IPL 2023) মঞ্চে প্রতিবছরই কিছু তরুণ তুর্কিরা নিজেদের পারফরম্যান্সে মাধ্যমে তাক লাগিয়ে দেন। হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরারা তো আইপিএলের মঞ্চ মাতিয়েই আজ জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। এ মরসুমেও বেশ কিছু তরুণ ক্রিকেটার নিজেদের প্রতিভা ও পারফরম্যান্সে সকলকে চমকে দিয়েছেন। এদের মধ্যে পরিসংখ্যানের বিচারে অন্তত সবথেকে এগিয়ে রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

২১ বছর বয়সি যশস্বী এখনও পর্যন্ত এবারের আইপিএলে ১৩ ম্যাচ খেলে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৫৭৫ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৬.১৮। এই অনবদ্য ফর্মের সুবাদে ইতিমধ্যেই অনেক বিশেষজ্ঞ যশস্বীকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। এবার সেই তালিকায় সামিল হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাওস্করও (Sunil Gavaskar)। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যশস্বী ফর্মে থাকতে থাকতেই তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি মনে করেন বর্তমানে যশস্বীর আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে এবং তিনি তাই এই মুহূর্তে সহজেই ভারতীয় দলের হয়েও মাঠ কাঁপাতে পারেন।

গাওস্কর বলেন, ‘কোনও ব্যাটার যদি টি-টোয়েন্টিতে ২০-২৫ বলে ৪০-৫০ রান করেন, তাহলে তিনি ঠিক ঠিকাই পারফর্ম করছেন। তবে ওপেনার হলে সেক্ষেত্রে যে কোনও দলই চাইবে যে ওপেনাররা ১৫ ওভার অবধি ক্রিজে টিকে থাকুক। এর মধ্যে যদি সে শতরান হাঁকিয়ে ফেলে, তাহলে দল সহজেই ২০০-র আশেপাশে রান তুলতে পারবে। সেই কারণেই এ মরসুমে যশস্বীর ব্যাটিং দেখে আমি খুবই খুশি হয়েছি। ওর টেকনিকটাও দুর্দান্ত।’ প্রসঙ্গত, যশস্বী এবারের আইপিএল মরসুমে ইতিমধ্যেই একটি শতরান হাঁকানোর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি অপরাজিত ৯৮ রানের ইনিংসও খেলেছেন। চারটি অর্ধশতরানও হাঁকিয়েছেন রাজস্থান ওপেনার।