IPL 2023 Purple Cap: Gujarat Titans Pacer Mohammed Shami Leading Molst Wicket Takers List, Rashid Khan Follows


বেঙ্গালুরু: রবিবার শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। আইপিএলের পয়েন্ট তালিকায় (IPL Points Table) গুজরাত টাইটান্স (Gujarat Titans) বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ওয়ান খেলতে নামছেন হার্দিক পাণ্ড্যরা।

সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় অবশ্য সেয়ানে সেয়ানে টক্কর। আর হাড্ডাহাড্ডি লড়াই দুই সতীর্থের। মহম্মদ শামি ও রশিদ খান। দুজনই গুজরাত টাইটান্সের ক্রিকেটার। গ্রুপ পর্বের শেষে পার্পল ক্যাপের (IPL Purple Cap) দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। আর তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রশিদ খান (Rashid Khan)। গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের দুই বোলারের মধ্যে পার্থক্য ইকনমি রেটের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মিচেল ব্রেসওয়েলের উইকেট নেওয়ার সুবাদে ১৪ ম্যাচের শেষে মহম্মদ শামির ঝুলিতে ২৪ উইকেট। রশিদ খানের ঝুলিতেও একই পরিমাণ উইকেট। এই ম্যাচে একটি উইকেটই পেয়েছেন শামি। গুজরাতের অপর বোলার রশিদও একজন আরসিবি ব্যাটারকেই সাজঘরে ফেরাতে পেরেছেন। চিন্নাস্বামীতে গ্লেন ম্যাকওয়েল ছাড়া অন্য কোনও উইকেট পাননি এবারের আইপিএলে (IPL 2023) একমাত্র হ্যাটট্রিক করা বোলার রশিদ। এই মুহূর্তে তাঁর ইকনমি ৭.৮২। আর পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে থাকা শামির ইকনমি ৭.৭০। অর্থাৎ ওভার প্রতি কম রান খরচ করায় শীর্ষে শামি।

আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে তিন নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ১৪ ম্যাচের শেষে চাহালের ঝুলিতে ২১ উইকেট। যদিও তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে পীযূষ চাওলার (Piyush Chawla) কাছে। গুজরাতের কাছে ব্যাঙ্গালোর শিবির হেরে যাওয়ায় চতুর্থ দল হিসেবে শেষ করে আইপিএলের এলিমিনেটরে খেলার সুযোগ করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের জার্সিতে খেলতে নামা অভিজ্ঞ পীযূষের ঝুলিতে এই মুহূর্তে ১৪ ম্যাচের শেষে ২০ টি উইকেট। সমসংখ্যক উইকেট পেয়ে এবারের আইপিএল অভিযান শেষ করেছেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার এই মুহূর্তে আইপিএলের পার্পল ক্যাপের তালিকার পাঁচ নম্বরে।

আরও পড়ুন- অরেঞ্জ ক্য়াপের দৌড়ে শীর্ষেই ডু প্লেসি, জয়ের অন্যতম দাবিদার গিলও

যদিও বরুণকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তুষার দেশপাণ্ডের (Tushar Deshpande) কাছে। চেন্নাই সুপার কিংসের পেসারের ঝুলিতেও রয়েছে ২০ উইকেট। তবে প্লে-অফের কোয়ালিফায়ার ওয়ানে খেলতে নামবেন তিনি। সিএসকে-র পেসার এই মুহূর্তে তালিকার ছ’নম্বরে। তালিকার আট নম্বরে সিএসকে-র অপর বোলার রবীন্দ্র জাডেজা। জাড্ডুর ঝুলিতে ১৭ উইকেট। অপরদিকে ১৯ উইকেট নিয়ে অভিযান শেষ করেছেন মহম্মদ সিরাজ। আরসিবি পেসার এই মুহূর্তের তালিকায় সাত নম্বরে। নয় নম্বরে রয়েছে মোহিত শর্মা। গুজরাতের বোলারের ঝুলিতে ১৭ উইকেট। 

আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে