ফ্রি-তে আধার কার্ড আপডেট করুন, শেষ দিন এসেই গেল – Free Aadhaar card update

আগামী ১৪ জুন, ২০২৩ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন। এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এমনিতে আধার ডিটেইলস আপডেট করতে ৫০ টাকা ফি দিতে হয়। তবে ১৪ জুন পর্যন্ত UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিনামূল্যেই আপডেট করা যাবে।

এক্ষেত্রে লক্ষণীয়, এই পরিষেবা শুধুমাত্র myAadhaar পোর্টালেই বিনামূল্যে পাবেন। কিন্তু আপনার নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে করালে সেক্ষেত্রে আগের মতোই ৫০ টাকা ফি প্রযোজ্য হবে। এমনটাই জানিয়েছে UIDAI। আরও পড়ুন:  Aadhaar অথেন্টিকেশনে বাজিমাত কেন্দ্রের, ফেব্রুয়ারিতে ২২৬ কোটি লেনদেন

UIDAI আমজনতাকে তাঁদের তথ্যাদি আপডেট করার জন্য পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ (PoI/PoA) পত্র নতুন করে আপলোড করার বিষয়ে উত্সাহিত করার চেষ্টা করছে। বিশেষ করে কারও যদি আধার কার্ড ইস্যু হওয়ার পর প্রায় ১০ বছর হয়ে গিয়ে থাকে, এবং কখনও আপডেট করা হয়নি, এমন ক্ষেত্রে আরও বেশি করে আপডেট করাটা গুরুত্বপূর্ণ।

আধার আপডেট: বিনামূল্যে অনলাইনে কীভাবে আধার আপডেট করবেন?

আধার আপডেট করার জন্য আপনার আধার নম্বর ব্যবহার করে https://myaadhaar.uidai.gov.in/ – অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

– ‘proceed to update address’ অপশনটি সিলেক্ট করুন।

– রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে।

– এরপর ‘Document Update’-এ ক্লিক করতে হবে। সেটা করার পরেই আপনার বর্তমান সমস্ত তথ্যাদি দেখা যাবে।

– আপনার আধার তথ্যাদি ঠিকঠাক এসেছে কিনা তা যাচাই করুন। সেটা হলে গেলে পরের হাইপারলিংকে ক্লিক করুন।

– পরের পেজে যান। সেখানে ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণের জন্য কোন নথি দিচ্ছেন, তা বেছে নিতে হবে।

ঠিকানার প্রমাণপত্রের একটি স্ক্যান কপি আপলোড করুন এবং ‘Submit’ অপশনটি সিলেক্ট করুন। নথি আপডেট করতে একই কপি আপলোড করুন।

– এটি করলেই আপনার আধার আপডেটের রিকোয়েস্ট গ্রহণ করা হয়ে যাবে। সেই সঙ্গে একটি ১৪-সংখ্যার আপডেট রিকোয়েস্ট নাম্বার (URN) দেওয়া হবে।

আপডেটের তথ্যাদি এবং গ্রহণযোগ্য ঠিকানার প্রমাণপত্রের নথির তালিকা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

আধারে ঠিকানা আপডেট হল কি না, তা আপডেট রিকোয়েস্ট নাম্বার (URN) ব্যবহার করে চেক করা যেতে পারে। একবার আপডেট হয়ে গেলে, আপনি আপডেটেড ভার্সান ডাউনলোড করতে পারেন। এরপর প্রিন্ট করে ল্যামিনেট করে নিলেই হল। আরও পড়ুন: আধারের সঙ্গে সম্পত্তির লিঙ্ক! কেন্দ্রের কাছে জবাব চাইল আদালত

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup