ICC WTC Final: আজই ইংল্যান্ডে পাড়ি দিতে চলেছেন কোহলি, অশ্বিন? তালিকায় আরও ৫ ক্রিকেটার

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> আইপিএল শেষ হতেই টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের ঢাকে কাঠি পড়ে যাবে। হাতে বেশি সময়ও নেই। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই ইংল্য়ান্ডের মাটিতে প্রস্তুতি সারছেন। সূত্রের খবর, <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের কিছু তারকা ক্রিকেটারও আগেভাগেই ইংল্যান্ড উড়ে যাতে পারেন। দলের সঙ্গে নয়, আগেই ইংল্যান্ডে উড়ে গিয়ে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও নিজেদের প্রস্তুতি শুরু করে দেবেন ৭ ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, শার্দুল ঠাকর, জয়দেব উনাদকাট, উমেশ যাদব।</p>
<p style="text-align: justify;"><a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের প্লে অফে জায়গা পায়নি আরসিবি। সেই দলের ২ ক্রিকেটার বিরাট ও সিরাজ রয়েছেন যাঁরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলের সদস্য। আবার <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের উমেশ ও শার্দুল রয়েছেন। তেমনই রাজস্থানের অশ্বিন ও উনাদকাট রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অক্ষর পটেলও ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। বাকি যাঁরা রয়েছেন তাঁরা প্লে অফে জায়গা পাওয়া বিভিন্ন দলের সদস্য। ফলে তাঁরা এখনও যেতে পারবেন না।</p>
<p style="text-align: justify;">বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে. ”টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করে দিতে সাতজন ভারতীয় ক্রিকেটার দ্রুত ইংল্য়ান্ডে পাড়ি দিচ্ছেন। তাঁদের সঙ্গে কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফরাও যাবেন। এই প্লেয়ারদের মধ্য়ে রয়েছেন, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, শার্দুল ঠাকর, জয়দেব উনাদকাট, উমেশ যাদব।” টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন। তিনি সেখানে কাউন্টি খেলছিলেন। ভারতীয় তারকারা লন্ডনে পৌঁছলেই সেখানে তাঁদের সঙ্গে যোগ দেবেন পূজারা।</p>