West Bengal HS result 2023: উচ্চ মাধ্যমিকের মার্কশিটে থাকছে কিউআর কোড, স্ক্যান করলেই যে তথ্য পাওয়া যাবে

ডিজিটাল জামানায় উচ্চ মাধ্যমিকের মার্কশিটেও থাকছে চমক। বিশেষ বৈশিষ্ট্য যোগ করা হয়েছে এ বারের মার্কশিটে। বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। ফল প্রকাশের সময় সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এই প্রথমবার মার্কশিট ও সার্টিফিটেকে থাকছে কিউআর কোড।

কী কী তথ্য পাওয়া যাবে এই কিউআর কোড থেকে তাও জানিয়েছেন সংসদের সভাপতি। কোড স্ক্যান করলেই পরীক্ষার্থীদের বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। সেই তথ্যের মধ্যে থাকছে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ইন্সটিটিউশনের কোড, মোট প্রাপ্ত নম্বর ও গ্রেড।

বর্তমান ডিজিটাল মাধম্যে তথ্য আদান-প্রদান করতে কিউ আর কোড একটি পরিচিত পদ্ধতি। কুইক রেসপন্স কোড থেকে সংক্ষেপ্তিত করে কিউআর কোড বলা হয়। এই তথ্য ধারণ করার এই পদ্ধতি সর্বপ্রথম জাপানে চালু হয়। জিনিসপত্রের দাম মেটানো জন্য টাকা প্রদানের ক্ষেত্রে এই কিউকোড বিশেষ কার্যকরী। এবার উচ্চমাধ্যমিকের মার্কশিটে ও শংসাপত্র থাকবে এই কিউআর কোড। এরফলে পড়ুয়াদের সব সময় সব নথি বয়ে নিয়ে বেড়াতে হবে না। কোড স্ক্যান করলেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এই আগামী দিনে পরীক্ষার্থীদের সুবিধা হবে।

(পড়তে পারেন। পরিশ্রমের ফল, উচ্চমাধ্যমিকে উত্তরবঙ্গের জয়জয়কার, মেধাতালিকায় পিয়ালি, আবু, শ্রেয়া)

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে আট লক্ষ। এই পরীক্ষার্থীরা করোনার সময় মাধ্যমিক পরীক্ষা দেননি। তাই জীবনের প্রথমবার বড় পরীক্ষা দিয়েছেন তারা। 

এবছর ৮৯.২৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। ছেলেদের মধ্যে পাশের হার ৯১ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৮৭। জেলা ভিত্তিক স্তরে পাশের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। মোট ১১ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। তালিকায় কলকাতা ১০ নম্বরে।

সংসদে সভাপতি জানিয়েছেন, ৩১ মে থেকে ৫১টি সেন্টার থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট। সেদিনই পড়ুয়াদের হাতেও তুলে দেওয়া হবে মার্কশিট।

(পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি না নিয়েও উচ্চমাধ্যমিকে সবার মধ্যে প্রথম হওয়া যায়, দেখিয়ে দিল শুভ্রাংশু)