কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় সহকর্মী ডাক্তার! আরজিকর হাসপাতাল ঘিরে চাঞ্চল্য

কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ উঠল অন্য চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে কলকাতার আরজিকর হাসপাতালে। ঘটনার জেরে টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর।

এদিকে, শ্লীলতাহানির আরও একটি ঘটনায় সদ্য খবরের শিরোনামে আসে আরডি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সেই ক্ষেত্রে এক মহিলা অবিযোগ তুলেছিলেন নিরাপত্তারক্ষীর দিকে। যদিও সেই ঘটনার জেরে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি পুলিশের কাছে বলে খবর। এদিকে, সদ্য মঙ্গলবার আরজি কর হাাসপাতালে এক চিকিৎসক তাঁরই সহকর্মী এক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার গ্রেফতারির কথা জানা যায়নি।

 এর আগে, গত বছরেই এক রোগীর পরিবারের তরফে হাসপাতালের এক চতুর্থশ্রেণির কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়েছিল। সেবার মায়ের চিকিৎসা করাতে এসে ১৮ বছরের তরুণী হাসপাতালের ওই কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ ছিল। ওই তরুণী ছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দা। ঘটনার জেরে তিনি কুমারগ্রামের কামাখ্যা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছিল, বাগানে চা পাতা তুলতে গিয়ে এক নালায় পড়ে আহত হয়েছিলেন ওই ১৮ বছর বয়সী তরুণীর মা। আহত মায়ের চিকিৎসায়  হাসপাতালে এসে তরুণী হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ।

( ৩০ শিশুকে যৌন অত্যাচার, খুন! অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কোর্টের)

( লিভ ইন সঙ্গীকে খুন, খণ্ড দেহ ফ্রিজে ও সুটকেসে! কীভাবে মামলার কিনারা করল পুলিশ?)

 এদিকে, আরজিকর মেডিক্যাল কলেজে যে সদ্য ঘটনাটি ঘটেছে, সেখানে এক রোগীর পরিবারের সদস্যের শ্লীলতাহানির অভিযোগ ওঠে আরজিকর হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি নিয়েও হাসপাতালে চাপানোতর চলতে থাকে। যদিও তার কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে খবর। যদিও নানান সময় চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য এনে খবরের শিরোনাম কেড়েছে আরজিকর, তবে সদ্য ঘটে যাওয়া ঘটনার অভিযোগে হাসপাতালে শোরগোল পড়ে গিয়েছে বলে খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup