যেখানে বেকারত্ব বেশি, সেই দেশই বেশি দুঃখী! অসুখী দেশের তালিকায় কততম ভারত?

হ্যাঙ্ক অ্যানুয়াল মাইজারি ইনডেক্স (HAMI) বা দুঃখ সূচকে বিশ্বের সবচেয়ে দুঃখী দেশগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে জিম্বাবোয়ে। ১৫৭ দেশে সমীক্ষা চালিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। কোনও দেশের বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ব্যাঙ্ক ঋণের বোঝা, মাথাপিছু প্রকৃত জিডিপি হিসাব করে এই তথ্য বের করা হয়। এমনটাই জানিয়েছেন অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক। আরও পড়ুন: World Happiness Index: বাংলাদেশের চেয়েও পিছিয়ে পড়ল ভারত, সুখী দেশের তালিকায় এগিয়ে পাকিস্তানও

জিম্বাবোয়ে ছাড়াও অন্য বিভিন্ন দেশ, যেমন ভেনিজুয়েলা, সিরিয়া, লেবানন, সুদান ইত্যাদি ২০২২ সালে বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের তালিকায় সবচেয়ে উপরের ৫টি স্থান দখল করে রয়েছে। সিরিয়া বাদে শীর্ষ ৫ দেশের দুর্দশার প্রধান কারণ ছিল মুদ্রাস্ফীতি। অন্যদিকে সিরিয়ায় দুর্দশার প্রধান কারণ বেকারত্ব।

শীর্ষ ১৫তে থাকা অন্যান্য দেশগুলি হল আর্জেন্টিনা, ইয়েমেন, ইউক্রেন, কিউবা, তুরস্ক, শ্রীলঙ্কা, হাইতি, অ্যাঙ্গোলা, টোঙ্গা এবং ঘানা।

সূচকে দাবি করা হয়েছে, জিম্বাবোয়ের রাজনৈতিক দল এমারসন মানানগাগওয়া এবং তাঁর দল ZANU-PF রাজনৈতিক দল কম, বরং রাজনৈতিক মাফিয়ার মতো কাজ করে। এতে আরও যোগ করা হয়েছে, এই রাজনৈতিক দলের নীতিগুলির কারণে দেশে ব্যাপক দুর্দশার সৃষ্টি হয়েছে। গত বছর, দেশে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ছিল ২৪৩.৮ শতাংশ এবং ঋণের হার ছিল ১৩১.৮ শতাংশ।

তালিকায় ভারত ১০৩ নম্বরে রয়েছে। এখানে দুঃখের প্রধান কারণ হিসাবে দেখানো হয়েছে বেকারত্ব। এক্ষেত্রে লক্ষ্যণীয়, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা পাওয়া ফিনল্যান্ডই আবার বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের এই তালিকায় ১০৯ তম স্থানে রয়েছে। সেখানেও কারণ হিসাবে বেকারত্বের উল্লেখ করা হয়েছে। পাকিস্তান বর্তমানে তুমুল অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। তারাও বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের তালিকায় ৩৫ নম্বরে রয়েছে। সেখানে দুঃখের প্রধান কারণ হিসাবে মুদ্রাস্ফীতির উল্লেখ করা হয়েছে।

মোট ১৫৭টি দেশের মধ্যে এই বিশ্লেষণ করা হয়েছে। সুইজারল্যান্ড রয়েছে ১৫৭ নম্বরে। অর্থাত্ সবচেয়ে কম দুঃখী দেশ এটি। অন্য যে দেশগুলি এই তালিকায় রয়েছে, সেগুলি হল কুয়েত (১৫৬), আয়ারল্যান্ড (১৫৫), জাপান (১৫৪), মালয়েশিয়া (১৫৩), তাইওয়ান (১৫২), নাইজার (১৫১), থাইল্যান্ড (১৫০), টোগো (১৪৯), মাল্টা (১৪৮)। আরও পড়ুন: ৫১টি ক্রেডিট কার্ড নিয়ে কী করছেন মুর্শিদাবাদের সুমন্ত! ফ্রি গিফ্টের ফন্দিফিকির

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup