Common cashless network: চিকিৎসার ক্ষেত্রে আরও বেশি হাসপাতালে মিলবে নগদহীন বিমা পরিষেবার সুবিধা

চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে নগদহীন বিমা পরিষেবা বা ক্যাশলেস সুবিধা পাওয়ার সুযোগ আরও বাড়তে চলছে। দেশজুড়ে বহু সংস্থা স্বাস্থ্যবিমা করে থাকে। এবার অভিন্ন ক্যাশলেস পরিষেবা প্রদানের জন্য ওই সমস্ত স্বাস্থ্যবিমাগুলিকে একই ছাতার তলায় আনার চিন্তা ভাবনা করা হচ্ছে। এবিষয়ে বিমা কাউন্সিল হাসপাতাল এবং বিমা সংস্থাগুলির সঙ্গে কথা বলছে। এর ফলে ৫০০০টি হাসপাতালে নগদহীন স্বাস্থ্যবিমা পরিষেবা চালু করা সম্ভব হবে। চলতি বছরের জুলাই-অগাস্টের মধ্যে এই কাজ সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।

সাধারণত, দেশের নানা প্রান্তে, বিশেষত শহরের বাইরে এমন অনেক হাসপাতাল আছে, যেখানে চিকিৎসা করাতে গেলে ক্যাশলেস সুবিধা পাওয়া যায় না। এদিকে, চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে স্বাস্থ্যবিমা করা থাকলেও, রোগীর পরিবারকে বিরাট অঙ্কের টাকা মেটাতে হয়। পরে সেই টাকা বিমা সংস্থার তরফে মিটিয়ে দেওয়া হলেও প্রথমে বড় অঙ্কের টাকার জোগাড় করা বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব নাও হতে পারে। ফলে এই পরিষেবা চালু করা হয় তাহলে বেশিরভাগ স্বাস্থ্যবিমা গ্রাহকদের হাসপাতালে বিপুল পরিমাণ অর্থ প্রদান করতে হবে না এবং চিকিৎসা খরচের জন্য অপেক্ষা করতে হবে না। বর্তমানে কোনও গ্রাহকের স্বাস্থ্যবিমা থাকলেও হাসপাতালের বিল মেটাতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কারণ বিভিন্ন বিমা কোম্পানির আলাদা আলাদা নিয়ম রয়েছে। সেক্ষেত্রে একই ছাতার তলায় নিয়ে আসলে গ্রাহকদের সুবিধা হবে।

জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ইন্দ্রজিৎ সিং জানান, কোভিডের পর থেকে স্বাস্থ্য বিমার চাহিদা বেড়েছে। ফলে পলিসির পরিমাণও অনেক বেড়েছে। কারণ ক্যাশলেস চিকিৎসা বেড়েছে। অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বড়ুয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সবসময় ক্যাশলেস চিকিৎসার জন্য একটি অভিন্ন নেটওয়ার্কের পক্ষে ছিলাম।’ বর্তমানে বাংলায় প্রায় ৩০০টি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে।

তবে বিমা কোম্পানিগুলি কোন কোন হাসপাতালে ক্যাশলেস পরিষেবা দেবে, তা তারা নিজেরাই ঠিক করতে পারবে। এতদিন সেই সুযোগ বিমা সংস্থাগুলির ছিল না। ইনসিওরেন্স ইনফরমেশন ব্যুরোর নিজস্ব তালিকায় যে সব হাসপাতালের নাম নথিবদ্ধ রয়েছে, একমাত্র সেখান থেকেই হাসপাতাল বেছে নিতে হত বিমা সংস্থাগুলিকে। এবার ক্যাশলেস চিকিৎসার অধীনে আরও বেশি সংখ্যক হাসপাতালকে আনা হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup