IPL 2023: ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ঝুলিতে, টেনিস বলের গলি ক্রিকেট থেকে আইপিএলের উজ্জ্বল নক্ষত্র আকাশ

<p><strong>মুম্বই:</strong> বয়স ২৯। এই বয়সে পেশাদার ক্রিকেট খেলা শুরু করার কথা অনেকেই হয়ত ভাবতে পারেন না। কিন্তু তিনি ভেবেছিলেন। আর তাই ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা সত্ত্বেও, নিশ্চিত চাকরির হাতছানি থাকা সত্ত্বেও অনিশ্চিয়তার ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন। গতকালের লখনউ-মুম্বই ম্যাচের পর এই তরুণকে নিয়েই যাবতীয় চর্চা। অনিল কুম্বলে, যশপ্রীত বুমরার পর তৃতীয় ভারতীয় হিসেবে আইপিএলে এক ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু আজ থেকে চার বছর আগেও গলি ক্রিকেটে টেনিস বলে খেলতেন আকাশ। সেখান থেকেই এবার প্রথম <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>েই উজ্জ্বল মুম্বইয়ের আকাশ।</p>
<p>জোফ্রা আর্চার, যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে&nbsp;&nbsp;</p>
<p>&nbsp;</p>