IPL 2023: East Bengal Unpleased After Fans Stopped To Enter Eden Gardens In KKR Vs LSG Game, To Write Letter

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নিজেদের ঘরের মাঠে এবারের আইপিএল (IPL 2023) মরসুমের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে ঢুকতে বেশ কিছু অনুরাগীকে বাধা দেওয়া। এই নিয়ে মোহনবাগান কর্তৃপক্ষ সরকারিভাবে ক্ষোভ উগরে দিয়েছিল। এবার একই পথে হাঁটল সুবজ মেরুনের চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদও।

ABP Ananda – Live TV

সিএসবিকে চিঠি

ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকদেরও ফুটবল ক্লাবের জার্সি গায়ে নাইটদের ম্যাচে মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেই অভিযোগ এবং গোটা বিষয়টায় বেশ ক্ষুব্ধই লাল হলুদ কর্তৃপক্ষ। তাঁরা সরাসরি সিএসবি (CAB) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) চিঠি দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar) এই গোটা ঘটনার প্রতিবাদে যেসব সমর্থক গর্জে উঠেছেন, তাঁদের বাহবা দিয়েছেন। পাশাপাশি সিএবি সভাপতির উদ্দেশে তিনি বলেন, ‘সিএবি সভাপতি তো নিজেই সাত-আট বছর ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন  কলকাতার এই দুই প্রধানের ঐতিহ্য ও গৌরব সম্পর্কে তিনি ভালভাবেই অবগত। সর্বোপরি প্রিয় ক্লাবের জার্সি পরে আসা যাবে না, একথা কেকেআর-লখনউ ম্যাচের টিকিটে কোথাও লেখা ছিল না।’

এরপরেই তিনি সিএবিকে চিঠি দেওয়ার কথা জানিয়ে যোগ করেন, ‘বিশ্বের আর কোনও প্রান্তে এমনটা দেখা যায় না। বিশ্বকাপেও তো সমর্থকেরা তাঁদের প্রিয় ক্লাবের জার্সি পরে মাঠে প্রবেশ করেন। আমরা সিএবি প্রেসিডেন্টকে চিঠি দিচ্ছি। টিকিটে পোশাক সংক্রান্ত কোনও নির্দেশিকা ছিল না। ভবিষ্যতে যদি টিকিটের পিছনে নির্দিষ্ট করে বলা থাকে কী পোশাক পরে স্টেডিয়ামে ঢোকা যাবে, আমরা তখন সেটাকে মান্যতা দেব।’ 

অভিযোগ অস্বীকার

গোটা ঘটনাটিতে কেকেআর ম্যানেজমেন্টের তরফে দাবি করা হয় যে তাঁদের এ বিষয়ে কোনও হাত নেই। বরং ওই সমর্থকরা আইপিএলের অ্যান্টি-অ্যাম্বুশ মার্কেটিং দলের দ্বারাই বাধাপ্রাপ্ত হয়েছে। কেকেআর ম্যানেজমেন্ট জানায়, ‘২০ মে কেকেআর বনাম এলএসজি ম্যাচে দর্শকদের মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে যে খবর চারদিকে ছড়িয়েছে, তা ভুল। তথ্যের খাতিরে জানিয়ে রাখা যাক যে, স্টেডিয়ামে ভিড় সামলানোর দায়িত্ব কেকেআর কর্তৃপক্ষের হাতে নেই। আমরা জানতে পেরেছি আইপিএলের নিয়ম অনুযায়ী অ্যাম্বুশ মার্কেটিং ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনও ঘটনা ঘটা থেকে আটকেছিল আইপিএলের অ্যান্টি-অ্যাম্বুশ মার্কেটিং টিম।’

আরও পড়ুন: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?