IPL 2023: GT To Face MI In IPL Qualifier 2 Tomorrow, Shubman Gill Trolled In Social Media, Top 5 News Of IPL In A Nutshell

কলকাতা: আইপিএলের (IPL 2023) শেষ লগ্ন হাজির। চেন্নাই সুপার কিংস ফাইনালে পৌঁছে গিয়েছে। শুক্রবার কোয়ালিফায়ার টুয়ে মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স (GT vs MI)। আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।

ABP Ananda – Live TV

গুজরাত-মুম্বই মহারণ

দু’বছরের মধ্যে প্রথমবার নক আউট পর্বের চাপ সামলাতে হচ্ছে গুজরাত টাইটান্সকে (GT vs MI)। কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই সুপার কিংসে ১৫ রানে হেরে যাওয়ায় কোয়ালিফায়ার টুয়ে খেলতে বাধ্য হচ্ছেন হার্দিক পাণ্ড্যরা। যে ম্যাচে ঘরের মাঠে শুক্রবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। জিতলে ফাইনালের টিকিট। ট্রফি জয়ের আর একটি সুযোগ। হারলেই বিদায়।

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) টুর্নামেন্টে সঠিক সময়ে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেয়েছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে মুম্বই। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে কার্যত দুরমুশ করে ম্যাচ জিতেছে। ব্যাটিংয়ে সকলেই ছন্দে। শুরুর দিকে ফর্ম হাতড়ে বেড়ানো রোহিত শর্মা বড় শট খেলছেন। ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদবরা দুরন্ত ছন্দে। বল হাতে পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফরা তো ছিলেনই, সাম্প্রতিক সংযোজন আকাশ মাধওয়াল।

এবারের আইপিএলে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। সেই ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছিল গুজরাত। সাম্প্রতিক ফর্ম ধরলে এই ম্যাচেও মুম্বইকেই ফেভারিট মনে হবে। মুম্বইয়ের বোলাররা দুরন্ত ছন্দে। যা ক্যাপ্টেন রোহিত শর্মার বিরাট ভরসা।

বোলিংয়ে গুজরাতও পিছিয়ে নেই। টুর্নামেন্টের সেরা বোলারের তালিকায় প্রথম দুইয়ে হার্দিকের দুই যোদ্ধা – মহম্মদ শামি ও রশিদ খান। ২৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ শামির দখলে। ২৫ উইকেট নিয়ে দুই নম্বরে রশিদ খান। মুম্বইয়ের বিরুদ্ধে দুজনের ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

ছবিতে বিতর্ক

কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৫ রানে হেরে গিয়েছেন তাঁরা। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) অবশ্য ফাইনালে ওঠার আর একটু সুযোগ পাবে। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবেন হার্দিক পাণ্ড্যরা। তার আগে ফুরফুরে মেজাজে গুজরাতের সেরা ব্যাটার শুভমন গিল (Shubman Gill)। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করলেন ডানহাতি ওপেনার।

যদিও সেই ছবি পোস্ট করার পর ট্রোলিংয়ের শিকার হয়েছেন শুভমন। কেন? অনেকের মনে হয়েছে, ছবিতে পোশাক বিভ্রাটের শিকার হয়েছেন শুভমন। এবং তা নিয়েই টিপ্পনি হজম করতে হল শুভমনকে।

ঠিক কী হয়েছে? শুভমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিতে লাল শার্ট ও ডেনিম জিন্সে দেখা যাচ্ছে পাঞ্জাবের ক্রিকেটারকে। হাসিমুখেই পোজ দিয়েছেন শুভমন। তার ক্যাপশনে লেখা, ‘গোলাপ লাল, আমার জামাটাও দারুণ খুঁজে পেয়েছি। আমার মানসিক অবস্থা উদযাপন করছি’।

ছবিটি দেখে অনেকের মনে হয়েছে, তাঁর ডেনিম জিন্সের জিপ খোলা রয়েছে। যা দেখে নেটিজেনরা বিরূপ মন্তব্য করতে থাকেন। কেউ কেউ শুভমনকে সতর্ক করে লেখেন, ছবিটি দেখে সংশোধন করে নিতে। তবে অনেকেই মন্তব্য করেন, কেন তাঁর মতো তারকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সময় আরও সতর্ক হলেন না। অনেকেই সারা তেন্ডুলকরের নাম নিয়ে টিপ্পনি কাটেন। সচিন কন্যার সঙ্গে গিলের সম্পর্ক নিয়ে অনেক জল্পনা রয়েছে সর্বত্র। তার থেকেই এরকম মন্তব্য।

বিদ্রুপই প্রেরণা?

আইপিএলের মাঠের লড়াইয়ের থেকেও রোমাঞ্চ ছড়িয়ে এবার মাঠের বাইরের একটি লড়াই। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকদিন নতুন নতুন মিম। একের বিরুদ্ধে অপরকে টেনে এনে সমালোচনা। বিরাট কোহলি (Virat Kohli)-নবীন উল হক (Naveen Ul Haq) পর্ব যেন শেষই হতে চাইছেন না। আফগান বোলারদের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এক ম্যাচে। এরপর থেকেই চলছে সেই লড়াইয়ের রেষ। আরসিবি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছিলেন আফগান পেসার। অন্যদিকে বিরাট ভক্তরাও যেভাবে বিদ্রুপ করেছিলেন নবীনকে, তার জন্য নিজের সোশ্য়াল মিডিয়ার কমেন্ট সেকশন বন্ধ রাখতে হয়েছিল তাঁরে। এবার বিরাটকে নিয়ে ফের মুখ খুললেন নবীন উল হক।

সেই ঘটনার পর যতবারই যে মাঠেই খেলতে গিয়েছেন লখনউয়ের জার্সিতে সেই মাঠেই কোহলির নাম চিৎকার করা হয়েছে নবীনের সামনে। যদিও তা নিয়ে ভাবতে রাজি নন আফগান পেসার। তিনি বলছেন, ”আমি বিষয়টা ভীষণ উপভোগ করি। বিরাট হোক বা যে কোনও প্লেয়ারই হোক যার নামই আমার সামনে চিৎকার করা হয়, তা আমাকে নিজের দলের হয়ে খেলার জন্য আরও উদ্বুদ্ধ করে।”

ধোনিতে মুগ্ধ দাদা

চলতি আইপিএলের (IPL 2023) প্রথম কোয়ালিফায়ার গুজরাত টাইটান্সকে হারিয়ে রেকর্ড দশমবার আইপিএলের ফাইনালে নিজেদের জায়াগা পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নিজেদের পঞ্চম আইপিএল জেতার হাতছানি রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন হলুদ ব্রিগেডের দখলে। সিএসকে অধিনায়কের নেতৃত্বে মুগ্ধ দিল্লি ক্যাপিটালসের মেন্টর তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

ধোনির নেতৃত্বের প্রশংসা করে সৌরভ বলেন, ‘চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিংহ ধোনি এ মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে। কীভাবে বড় ম্যাচ জিততে হয়, তা ওরা প্রমাণ করে দিয়েছে। আর ধোনির অধিনায়কত্বের তো তুলনাই হবে না। ও তো বড় ম্যাচ জেতার বিশেষজ্ঞ।’

আইপিএল মিটটেই সংস্কার

অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। ১২ বছর পর ভারতের মাটিতে হচ্ছে পঞ্চাশ ওভারের বিশ্বযুদ্ধ। আর সেই টুর্নামেন্টে দর্শকদের জন্য চমকের ব্যবস্থা করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। নতুন রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স (Eden Gardens)।

এবিপি লাইভকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছিলেন, ‘স্টেডিয়াম আমূল সংস্কার করা হবে। বৃহস্পতিবার থেকে ক্লাব হাউস সংস্কারের কাজ শুরু হয়ে গেল। আইপিএলের আগে কর্পোরেট বক্স সংস্কারের কাজ হয়েছিল। পুরো ক্লাব হাউসের খোলনলচে বদলে ফেলা হবে। ওয়ান ডে বিশ্বকাপের সময় দর্শকরা নতুন ইডেন গার্ডেন্স দেখতে পাবেন।’

ইডেনের ক্লাব হাউসের লোয়ার টিয়ারের বাকেট চেয়ার পাল্টে আগেই অত্যাধুনিক হাতলওয়ালা চেয়ার বসেছে। তবে আইপিএলের জন্য আপার টিয়ারের কাজ বাকি ছিল। এবার সেই কাজেও হাত দেওয়া হচ্ছে। আপার টিয়ারেরও সব বাকেট চেয়ার বদলে অত্যাধুনিক হাতলওয়ালা চেয়ার বসানো হবে। ক্লাব হাউসের একতলা, দোতলা ও তিনতলাকে নতুন চেহারা দেওয়া হবে। 

ইডেনের ই, এফ, জি, এইচ, আই ব্লকেরও আমূল সংস্কার হবে। শুরু হবে শেডের কাজ। জানা গেল, ক্লাব হাউস সংলগ্ন চারটি ব্লক – বি, সি ও কে এবং এলে যেরকম শেড আছে, সেরকম টার্নস্টাইল শেডই হবে বাকি অংশে। তবে একটু অন্যরকম। আরও অত্যাধুনিক। হাতে আর মাত্র চার মাস মতো সময়। দ্রুত কাজ সম্পন্ন করে ফেলতে তৎপর সিএবি।