IPL 2023 GT Vs MI Preview: Gujarat Titans To Play Against Mumbai Indians In IPL Qualifier 2 At Narendra Modi Stadium

আমদাবাদ: দু’বছরের মধ্যে প্রথমবার নক আউট পর্বের চাপ সামলাতে হচ্ছে গুজরাত টাইটান্সকে (GT vs MI)। কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই সুপার কিংসে ১৫ রানে হেরে যাওয়ায় কোয়ালিফায়ার টুয়ে খেলতে বাধ্য হচ্ছেন হার্দিক পাণ্ড্যরা। যে ম্যাচে ঘরের মাঠে শুক্রবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। জিতলে ফাইনালের টিকিট। ট্রফি জয়ের আর একটি সুযোগ। হারলেই বিদায়।

ABP Ananda – Live TV

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) টুর্নামেন্টে সঠিক সময়ে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেয়েছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে মুম্বই। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে কার্যত দুরমুশ করে ম্যাচ জিতেছে। ব্যাটিংয়ে সকলেই ছন্দে। শুরুর দিকে ফর্ম হাতড়ে বেড়ানো রোহিত শর্মা বড় শট খেলছেন। ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদবরা দুরন্ত ছন্দে। বল হাতে পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফরা তো ছিলেনই, সাম্প্রতিক সংযোজন আকাশ মাধওয়াল।

এবারের আইপিএলে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। সেই ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছিল গুজরাত। সাম্প্রতিক ফর্ম ধরলে এই ম্যাচেও মুম্বইকেই ফেভারিট মনে হবে। মুম্বইয়ের বোলাররা দুরন্ত ছন্দে। যা ক্যাপ্টেন রোহিত শর্মার বিরাট ভরসা।

বোলিংয়ে গুজরাতও পিছিয়ে নেই। টুর্নামেন্টের সেরা বোলারের তালিকায় প্রথম দুইয়ে হার্দিকের দুই যোদ্ধা – মহম্মদ শামি ও রশিদ খান। ২৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ শামির দখলে। ২৫ উইকেট নিয়ে দুই নম্বরে রশিদ খান। মুম্বইয়ের বিরুদ্ধে দুজনের ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

তবে ব্যাটিং নিয়ে সমস্যায় রয়েছে গুজরাত। শুভমন গিল দুরন্ত ছন্দে। তবে বাকিরা ধারাবাহিক নন। বিজয় শঙ্কর ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে রান পেয়ে গেলে ম্যাচের রং পাল্টে দিচ্ছেন। কিন্তু রান না পেলে সমস্যা তৈরি হচ্ছে। হার্দিক নিজে ছন্দে নেই। ঋদ্ধিমান সাহা উইকেটের পিছনে দুরন্ত। তবে ব্যাট হাতে ধারাবাহিক নন। ডেভিড মিলারও ধারাবাহিকতার অভাবে ভুগছেন। দাসুন শনাকা এখনও নজর কাড়তে পারেননি। 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে যশ দয়ালের পরিবর্তে দর্শন নালকাণ্ডেকে খেলানো হয়েছিল। কিন্তু বোলিং সম্পূর্ণ করার পর খোঁড়াতে দেখা গিয়েছিল নালকাণ্ডেকে। তিনি কি ফিট? নাহলে ফের বিকল্প স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে হবে কোচ আশিস নেহরা, সহকারী কোচ গ্যারি কার্স্টেনদের। জশ লিটলকেও খেলানো হতে পারে। কিন্তু সেক্ষেত্রে শনাকাকে বসানো হতে পারে।

মুম্বই শিবির অবশ্য খুব একটা পরিবর্তনের পথে নাও হাঁটতে পারে। তিলক বর্মা ফিট। লখনউ সুপার জায়ান্টস ম্যাচের দলই ধরে রাখতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

শেষ পর্যন্ত ফাইনালের টিকিট অর্জন করে নেবে কারা?

আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের