IPL 2023: Gujarat Titans Cricketer Shubman Gill Trolled After Posting Photo On Social Media

আমদাবাদ: কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৫ রানে হেরে গিয়েছেন তাঁরা। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) অবশ্য ফাইনালে ওঠার আর একটু সুযোগ পাবে। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবেন হার্দিক পাণ্ড্যরা। তার আগে ফুরফুরে মেজাজে গুজরাতের সেরা ব্যাটার শুভমন গিল (Shubman Gill)। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করলেন ডানহাতি ওপেনার।

ABP Ananda – Live TV

যদিও সেই ছবি পোস্ট করার পর ট্রোলিংয়ের শিকার হয়েছেন শুভমন। কেন? অনেকের মনে হয়েছে, ছবিতে পোশাক বিভ্রাটের শিকার হয়েছেন শুভমন। এবং তা নিয়েই টিপ্পনি হজম করতে হল শুভমনকে।

ঠিক কী হয়েছে? শুভমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিতে লাল শার্ট ও ডেনিম জিন্সে দেখা যাচ্ছে পাঞ্জাবের ক্রিকেটারকে। হাসিমুখেই পোজ দিয়েছেন শুভমন। তার ক্যাপশনে লেখা, ‘গোলাপ লাল, আমার জামাটাও দারুণ খুঁজে পেয়েছি। আমার মানসিক অবস্থা উদযাপন করছি’।

ছবিটি দেখে অনেকের মনে হয়েছে, তাঁর ডেনিম জিন্সের জিপ খোলা রয়েছে। যা দেখে নেটিজেনরা বিরূপ মন্তব্য করতে থাকেন। কেউ কেউ শুভমনকে সতর্ক করে লেখেন, ছবিটি দেখে সংশোধন করে নিতে। তবে অনেকেই মন্তব্য করেন, কেন তাঁর মতো তারকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সময় আরও সতর্ক হলেন না। অনেকেই সারা তেন্ডুলকরের নাম নিয়ে টিপ্পনি কাটেন। সচিন কন্যার সঙ্গে গিলের সম্পর্ক নিয়ে অনেক জল্পনা রয়েছে সর্বত্র। তার থেকেই এরকম মন্তব্য।

 


আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন ডানহাতি ওপেনার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাফ ডুপ্লেসির চেয়ে মাত্র ৯ রানে পিছিয়ে রয়েছেন তিনি। আর ৯ রান করলেই অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেবেন গিল।

ধীরে ধীরে আইপিএলের শেষ লগ্ন চলে এসেছে। অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে একে অপরকে টেক্কা দেওয়ার পালা। কিন্তু অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও পর্যন্ত যদিও শীর্ষেই রয়েছেন ফাফ ডু প্লেসি। তিনিই তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন। এখনও পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৭৩০ রান ঝুলিতে পুরে নিয়েছেন প্রোটিয়া তারকা। যদিও তাঁর কাছে হয়ত অরেঞ্জ ক্যাপ থাকবে না। তার অন্যতম কারণ শুভমন গিল। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। ১৫ ম্যাচ খেলে ঝুলিতে ৭২২ রান।

মঙ্গলবার কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪২ রান করে আউট হন শুভমন। ১৫ ম্যাচের শেষে শুভমনের ঝুলিতে ৭২২ রান। ২টি সেঞ্চুরি করেছেন চলতি আইপিএলে। সর্বোচ্চ অপরাজিত ১০৪ রানের ইনিংস। ১৪৯.১৭ স্ট্রাইক রেট রেখে রান করছেন শুভমন। গড় ৫৫.৫৪।

আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের