Kourtney Kardashian and Travis Barker: রোজ ভোর ভোর দেড় ঘণ্টা সঙ্গম! এর পিছনে নাকি রয়েছে দুই সেলিব্রিটির একটি স্বপ্ন

রোজ সকালে দেড় ঘণ্টা ধরে সঙ্গমে লিপ্ত হন তাঁরা দু’জন। বিয়ের করার পর থেকেই নাকি এটাই নিয়ম। সম্প্রতি জানালেন কোর্টনি কার্দাশিয়ান। তিনি এবং তাঁর স্বামী ট্র্যাভিস বেকার নাকি এই নিয়মের কোনও ব্যতিক্রম করেন না। কিন্তু কেন এমন ‘নিয়ম মেনে’ শারীরিক সম্পর্ক? সেই প্রশ্নের উত্তরে কোর্টনি বলেছেন এক স্বপ্নের কথা। সেটি নাকি তাঁদের দু’জনেরই স্বপ্ন। 

সম্প্রতি বোন ক্লোয়ি কার্দাশিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে কোর্টনি বলেছেন তাঁর রোজকার এই যৌনসম্পর্কের বিষয়ে। বলেছেন, কেন তাঁরা এমন রোজ নিয়ম করে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। 

২০২২ সালে ট্র্যাভিসকে বিয়ে করেন কোর্টনি। সেই বিয়ে নিয়েও বেশ চর্চা হয়েছিল। কারণ বিয়েটি প্রথমে হয় লাস ভেগাসে। সেই বিয়ে আইনি ভাবে সিদ্ধ না হওয়ায় তার পরে তাঁরা আমেরিকার এক চার্চে বিয়ে সারেন। তার পরে ইতালির পোর্তোফিনোতে আরও ঘটা করে বিয়ে করেন। 

(আরও পড়ুন: সম্পর্কে দু’জনের বয়সের ফারাক কত হলে বিচ্ছেদের ঝুঁকি কম থাকে? বলছে গবেষণা)

বর্তমানে কোর্টনির বয়স ৪৪, ট্র্যাভিসের ৪৭। বিয়ের পর থেকেই তাঁরা প্রায় নিয়ম করেই যৌনসম্পর্কে লিপ্ত হচ্ছেন। সেটি রোজ সকাল সকাল। কিন্তু কেন?

(আরও পড়ুন: বাচ্চা থেকে তরুণ, নানা বয়সে মানসিক সমস্যার পিছনে মোবাইলই কেন?)

কোর্টনি জানিয়েছেন, ৪৪ বছর বয়স হয়ে গেলেও তিনি এখনও সন্তানধারণে সক্ষম। এবং ট্র্যাভিসেরও বাবা হওযার মতো ক্ষমতা আছে। এবং তাঁরা দু’জনেই প্রাকৃতিক উপায়ে মা-বাবা হতে চান। বিজ্ঞানের সাহায্য নিয়ে মা-বাবা হওয়ার সাধ এখনই নেই তাঁদের। আর সেই কারণেই চিকিৎসকের পরামর্শে তাঁরা রোজ সকালে মিলিত হচ্ছেন। 

(আরও পড়ুন: পক্ষাঘাতে বিকল ছিল শরীর, মাথায় চিপ বসানোয় হাঁটলেন তিনিই! নবযুগের সূচনা বিজ্ঞানের)

বোন ক্লোয়ি অবশ্য এই কথা শুনে এমনিতে অবাক হননি। কিন্তু যেটি তাঁর কাছে বিস্ময়ের মনে হয়েছে, তা হল ‘দেড় ঘণ্টা’র বিষয়টি। তিনি সরাসরি জিজ্ঞাসাই করে বসেছেন, দেড় ঘণ্টা ধরে কী করে সঙ্গমরত থাকতে পারেন তাঁরা। উত্তরে বড় বোন কোর্টনি বলেছেন, তিনি এবং ট্র্যাভিস— দু’জনেই এই মুহূর্তে জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই কিছুই অস্বাভাবিক নয়। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup